Ajker Patrika

জোড়া গোল করার পরের ম্যাচেই নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক    
পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই রোনালদো। ছবি: এএফপি
পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই রোনালদো। ছবি: এএফপি

বাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

পর্তুগালের হয়ে রোনালদোর গোল সংখ্যা হলো ১৩৫, সব প্রতিযোগিতা মিলিয়ে ৯১০ নম্বর। নেশনস লিগে পাঁচ গোল তাঁর। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে রবার্তো মার্তিনেজের দল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না রোনালদোর। কোচ মার্তিনেজ আগামী ম্যাচে বিশ্রাম দিচ্ছেন সিআরসেভেনকে। তার আগে পোলিশদের বিপক্ষে রোনালদোর বাইসাইকেল কিকের গোলটায় বুঁদ হয়ে আছেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই গোলের ভিডিও।

৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে নিজের প্রথম গোল করেন রোনালদো। আরেকটি গোলে সহায়তাও করেছেন। ৮৩ মিনিটে যেন চমকে দিলেন। ডান পাশ থেকে ভিতিনহা খানিকটা উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সের ভেতরে। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত