ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যে ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি, তাঁর অজস্র স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই ক্লাব কী করে তাঁকে ভুলে থাকতে পারে! এখনো তাই মেসির বার্সার জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।
কোনো খেলোয়াড় ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর জার্সি নিয়ে সেই ক্লাবের খুব একটা আগ্রহ থাকার কথা না। কিন্তু নামটা যে মেসি। শৈশবের এই ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। বাঁ পায়ের জাদুতে গোল করে বার্সাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তাঁর এখনো কী পরিমাণ কদর, সেটা স্পেনের সংবাদমাধ্যম ডায়রিও এএসের গতকালের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। মেসির ১০ নম্বর জার্সিটি এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি। এই তালিকায় প্রথম দুইয়ে আছেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। বিক্রি হওয়া জার্সির সংখ্যা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি। যাঁদের মধ্যে ইয়ামাল, লেভা বর্তমানে খেলছেন বার্সার হয়ে।
বার্সেলোনায় বর্তমানে মেসির নামের কোনো পণ্য বিক্রি হয় না। কারণ, স্প্যানিশ এই ক্লাবটিতে এখন তো তিনি নেই। তবে বার্সার ভক্ত-সমর্থকেরা এখনো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অনেক ভালোবাসেন। বার্সেলোনা স্টোরে এসে প্রথমে নাম-নম্বরবিহীন জার্সি কেনেন ভক্তরা। সেই জার্সির ওপর মেসির নাম ও জার্সি নম্বর বসানো হয়। তবে যে মৌসুমের জার্সিটি তাঁরা কিনছেন, সেটি তো মেসি কখনোই পরেননি।
২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে দুই মৌসুম (২০২১-২২, ২০২২-২৩) খেলে এরপর তিনি পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড—মায়ামির জার্সিতে দুই বছরে এই দুই শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যে ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি, তাঁর অজস্র স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই ক্লাব কী করে তাঁকে ভুলে থাকতে পারে! এখনো তাই মেসির বার্সার জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।
কোনো খেলোয়াড় ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর জার্সি নিয়ে সেই ক্লাবের খুব একটা আগ্রহ থাকার কথা না। কিন্তু নামটা যে মেসি। শৈশবের এই ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। বাঁ পায়ের জাদুতে গোল করে বার্সাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তাঁর এখনো কী পরিমাণ কদর, সেটা স্পেনের সংবাদমাধ্যম ডায়রিও এএসের গতকালের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। মেসির ১০ নম্বর জার্সিটি এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি। এই তালিকায় প্রথম দুইয়ে আছেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। বিক্রি হওয়া জার্সির সংখ্যা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি। যাঁদের মধ্যে ইয়ামাল, লেভা বর্তমানে খেলছেন বার্সার হয়ে।
বার্সেলোনায় বর্তমানে মেসির নামের কোনো পণ্য বিক্রি হয় না। কারণ, স্প্যানিশ এই ক্লাবটিতে এখন তো তিনি নেই। তবে বার্সার ভক্ত-সমর্থকেরা এখনো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অনেক ভালোবাসেন। বার্সেলোনা স্টোরে এসে প্রথমে নাম-নম্বরবিহীন জার্সি কেনেন ভক্তরা। সেই জার্সির ওপর মেসির নাম ও জার্সি নম্বর বসানো হয়। তবে যে মৌসুমের জার্সিটি তাঁরা কিনছেন, সেটি তো মেসি কখনোই পরেননি।
২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছাড়ার পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে দুই মৌসুম (২০২১-২২, ২০২২-২৩) খেলে এরপর তিনি পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড—মায়ামির জার্সিতে দুই বছরে এই দুই শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে