মোনাকোর গ্রিমালদি ফোরামে ২৯ আগস্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে দেওয়া হবে এক বিশেষ পুরস্কার। উয়েফার এই বিশেষ সম্মাননা জানানো হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সংস্থাটি।
২৪ বছরের পেশাদারি ক্যারিয়ারে ১৮ বছরের বেশি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন রোনালদো। শুধু খেলেননি, টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বিশ্বের সবচেয়ে এই মর্যাদাপূর্ণ ফুটবল লিগে এমন অনবদ্য কৃতিত্বের জন্য স্বীকৃতি পাচ্ছেন সিআর সেভেন। ড্র অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্দর সেফেরিন।
৪ দল বাড়িয়ে ৩৬ দল নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আগামী মৌসুম থেকে। এই ড্র অনুষ্ঠানে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়নস লিগে অনবদ্য কৃতিত্বের জন্য ৩৯ বছর বয়সী তারকার প্রশংসা করে সেফেরিন বলেছেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক্ষত্রপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অসাধারণ গোলের অর্জন ভবিষ্যৎ প্রজন্মকেও চ্যালেঞ্জ জানাবে।’
পর্তুগালের স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে মোট ১৮৩ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪০ গোল করেছেন রোনালদো। এ তালিকার দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১১ ও তিনে থাকা ররার্ট লেভানডফস্কির চেয়ে ৪৬ গোল বেশি গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে ভিন্নভাবে সাতবার মৌসুমের সেরা গোলদাতা হয়েছেন রোনালদো, যা অন্য খেলোয়াড়ের চেয়ে বেশি। ২০০৭-০৮ ৮ গোল করে মৌসুমে ইউনাইটেডকে শিরোপা জেতান তিনি। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল টানা তৃতীয় চ্যাম্পিয়ন জেতার পথে করেন ১৫ গোল। ২০১৩-১৪ মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তাঁর গোলে শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা। সেই মৌসুমে ১৭ গোল করেন রোনালদো, যা চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও।
পর্তুগিজ তারকা ইউনাইটেডের হয়ে ১টি, রিয়ালের হয়ে ৪ টি—মোট পাঁচটি চ্যাম্পিয়ন লিগ জিতছেন। ১৯৯২ সালের পর এই প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি শিরোপা জয়ের কীর্তি গড়েন রোনালদো। আর একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার (২০০৮,২০১৪, ২০১৭) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের রেকর্ডও তাঁর।
মোনাকোর গ্রিমালদি ফোরামে ২৯ আগস্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে দেওয়া হবে এক বিশেষ পুরস্কার। উয়েফার এই বিশেষ সম্মাননা জানানো হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সংস্থাটি।
২৪ বছরের পেশাদারি ক্যারিয়ারে ১৮ বছরের বেশি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন রোনালদো। শুধু খেলেননি, টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বিশ্বের সবচেয়ে এই মর্যাদাপূর্ণ ফুটবল লিগে এমন অনবদ্য কৃতিত্বের জন্য স্বীকৃতি পাচ্ছেন সিআর সেভেন। ড্র অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্দর সেফেরিন।
৪ দল বাড়িয়ে ৩৬ দল নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আগামী মৌসুম থেকে। এই ড্র অনুষ্ঠানে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়নস লিগে অনবদ্য কৃতিত্বের জন্য ৩৯ বছর বয়সী তারকার প্রশংসা করে সেফেরিন বলেছেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক্ষত্রপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অসাধারণ গোলের অর্জন ভবিষ্যৎ প্রজন্মকেও চ্যালেঞ্জ জানাবে।’
পর্তুগালের স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে মোট ১৮৩ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪০ গোল করেছেন রোনালদো। এ তালিকার দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১১ ও তিনে থাকা ররার্ট লেভানডফস্কির চেয়ে ৪৬ গোল বেশি গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে ভিন্নভাবে সাতবার মৌসুমের সেরা গোলদাতা হয়েছেন রোনালদো, যা অন্য খেলোয়াড়ের চেয়ে বেশি। ২০০৭-০৮ ৮ গোল করে মৌসুমে ইউনাইটেডকে শিরোপা জেতান তিনি। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল টানা তৃতীয় চ্যাম্পিয়ন জেতার পথে করেন ১৫ গোল। ২০১৩-১৪ মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তাঁর গোলে শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা। সেই মৌসুমে ১৭ গোল করেন রোনালদো, যা চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও।
পর্তুগিজ তারকা ইউনাইটেডের হয়ে ১টি, রিয়ালের হয়ে ৪ টি—মোট পাঁচটি চ্যাম্পিয়ন লিগ জিতছেন। ১৯৯২ সালের পর এই প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি শিরোপা জয়ের কীর্তি গড়েন রোনালদো। আর একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার (২০০৮,২০১৪, ২০১৭) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের রেকর্ডও তাঁর।
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২০ মিনিট আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে