ক্রীড়া ডেস্ক
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৬ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে