ক্রীড়া ডেস্ক
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে