নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩০০ বিঘা জমির ওপর বিশাল এক কর্মযজ্ঞ। সবে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দেশের প্রথম পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স গড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলোকে অন্য এক বার্তাই দিতে চলেছে বসুন্ধরা।
বিশাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল হবে এই মাঠের উদ্বোধন। আক্ষরিক অর্থে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পথ চলাও শুরু এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক একটা পরিচিতিও হয়ে গেল আজ।
২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর ফুটবল, ক্রিকেটের স্টেডিয়াম নির্মাণের কথা থাকলেও এখন এই কমপ্লেক্সে এখন কাজ চলছে হকি, টেনিস, আর্চারি, সুইমিং পুল নির্মাণের কাজ। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো নির্মাণকাজ শেষ হবে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোট ৩০০ বিঘা জমিতে নির্মিতব্য কমপ্লেক্সের মোট খরচ ১৫ হাজার কোটি টাকা বলে জানালেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে পা দেওয়া বসুন্ধরা যখন দেশের প্রথম দল হিসেবে নিজ মাঠে খেলার তোড়জোড় করছে তখন অন্যপ্রান্তে নিশ্চুপ আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো। বসুন্ধরাকে দেখে এবার কী ঘুম ভাঙবে দলগুলোর? জবাবে ইমরুল হাসান বললেন, ‘নতুন দল হিসাবে যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো করবেন, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে।’
ভবিষ্যতে এই মাঠে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে বলেও জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি।
এই মাঠকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়েছে বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ হলেও বাফুফের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যাচ্ছে না বসুন্ধরা। ইমরুল হাসান বললেন, ‘মামলাটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের কাছে কিছু প্রমাণ চেয়েছে।’
৩০০ বিঘা জমির ওপর বিশাল এক কর্মযজ্ঞ। সবে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দেশের প্রথম পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স গড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলোকে অন্য এক বার্তাই দিতে চলেছে বসুন্ধরা।
বিশাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল হবে এই মাঠের উদ্বোধন। আক্ষরিক অর্থে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পথ চলাও শুরু এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক একটা পরিচিতিও হয়ে গেল আজ।
২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর ফুটবল, ক্রিকেটের স্টেডিয়াম নির্মাণের কথা থাকলেও এখন এই কমপ্লেক্সে এখন কাজ চলছে হকি, টেনিস, আর্চারি, সুইমিং পুল নির্মাণের কাজ। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো নির্মাণকাজ শেষ হবে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোট ৩০০ বিঘা জমিতে নির্মিতব্য কমপ্লেক্সের মোট খরচ ১৫ হাজার কোটি টাকা বলে জানালেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে পা দেওয়া বসুন্ধরা যখন দেশের প্রথম দল হিসেবে নিজ মাঠে খেলার তোড়জোড় করছে তখন অন্যপ্রান্তে নিশ্চুপ আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো। বসুন্ধরাকে দেখে এবার কী ঘুম ভাঙবে দলগুলোর? জবাবে ইমরুল হাসান বললেন, ‘নতুন দল হিসাবে যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো করবেন, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে।’
ভবিষ্যতে এই মাঠে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে বলেও জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি।
এই মাঠকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়েছে বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ হলেও বাফুফের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যাচ্ছে না বসুন্ধরা। ইমরুল হাসান বললেন, ‘মামলাটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের কাছে কিছু প্রমাণ চেয়েছে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে