ঘুরে দাঁড়াল বিধ্বস্ত ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭: ৫২
Thumbnail image
বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

বেশি দিন আগের ঘটনা নয়। এই তো ২৪ জানুয়ারি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তিন দিনের ব্যবধানে এবার হলো ভিন্ন ঘটনা। ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা জয়ের মুখ দেখেনি।

ব্রাজিল অনূর্ধ্ব-২০, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০—দুই দলেরই ম্যাচ ছিল গত রাতে।এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই মাঠে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৪ ও ২৮ মিনিটে গোল দুটি করেন গ্যাব্রিয়েল মোসকার্দো ও ব্রেনো বিদোন। দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান কমিয়েছে বলিভিয়া। ৪৭ মিনিটে গোলটি করেন বলিভিয়া অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার গিলমার সেন্তেলা বাজান। এই ম্যাচে ৬টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল দেখেছে ২টি।

এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৩ মিনিটে গোল করেন কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার অস্কার পেরেয়া। সমতায় ফিরতে আর্জেন্টিনার লেগেছে ৩ মিনিট। ৩৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্লদিও এচেভেরি।

গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের।

তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। ২ ম্যাচ খেলে

১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ব্রাজিল। বলিভিয়া ২ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি। গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে তারা পাঁচেই আছে।

১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে ইকুয়েডর। চার নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১। টুর্নামেন্টের একমাত্র ম্যাচ তারা আজ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত