ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকলেও টনি ক্রুসের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এ জন্যই তো তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। নিজেও রাজি হয়েছেন আরও এক বছর ক্লাবে খেলার। লস ব্ল্যাঙ্কোসরা গত ২১ জুন চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে।
তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রুসকে সহায়তা করেছেন তাঁর স্ত্রী জেসিকা ক্রুস। এমনটি নিজেই জানিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার। জার্মানির সংবাদমাধ্যম আরটিএলকে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে। তাই আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ক্রুসের। নতুন চুক্তি হওয়ায় লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তাঁর এক দশক পূর্ণ হবে। মৌসুম শেষে বিদায় নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফুটবল ছাড়ার এক বা দুটি নেতিবাচক উদাহরণ রয়েছে, যখন খেলোয়াড় হিসেবে আপনি আর মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। তবে আমার সঙ্গে এমনটি ঘটুক চাই না। মাদ্রিদের হয়ে শেষ ৯ মৌসুম যেভাবে কাটিয়েছি, এবারও তেমনি হোক এমনটা অনুভব করছি। কেন আগামী মৌসুম ভালো যাবে না? এখনো ফুটবল উপভোগ করছি এবং শিরোপার জন্য ক্ষুধার্ত আছি।’
এখন পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০টি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী মৌসুমে নিশ্চয়ই সংখ্যাটা বাড়বে। এর মধ্যে চার চ্যাম্পিয়নস লিগের সঙ্গে তিনটি লা লিগা রয়েছে। দেশের হয়ে ২০২১ সালে অবসর নেওয়ার আগে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন ২০১৪ সালে।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকলেও টনি ক্রুসের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এ জন্যই তো তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। নিজেও রাজি হয়েছেন আরও এক বছর ক্লাবে খেলার। লস ব্ল্যাঙ্কোসরা গত ২১ জুন চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে।
তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রুসকে সহায়তা করেছেন তাঁর স্ত্রী জেসিকা ক্রুস। এমনটি নিজেই জানিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার। জার্মানির সংবাদমাধ্যম আরটিএলকে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে। তাই আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ক্রুসের। নতুন চুক্তি হওয়ায় লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তাঁর এক দশক পূর্ণ হবে। মৌসুম শেষে বিদায় নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফুটবল ছাড়ার এক বা দুটি নেতিবাচক উদাহরণ রয়েছে, যখন খেলোয়াড় হিসেবে আপনি আর মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। তবে আমার সঙ্গে এমনটি ঘটুক চাই না। মাদ্রিদের হয়ে শেষ ৯ মৌসুম যেভাবে কাটিয়েছি, এবারও তেমনি হোক এমনটা অনুভব করছি। কেন আগামী মৌসুম ভালো যাবে না? এখনো ফুটবল উপভোগ করছি এবং শিরোপার জন্য ক্ষুধার্ত আছি।’
এখন পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০টি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী মৌসুমে নিশ্চয়ই সংখ্যাটা বাড়বে। এর মধ্যে চার চ্যাম্পিয়নস লিগের সঙ্গে তিনটি লা লিগা রয়েছে। দেশের হয়ে ২০২১ সালে অবসর নেওয়ার আগে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন ২০১৪ সালে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৩ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৬ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৬ ঘণ্টা আগে