ক্রীড়া ডেস্ক
কাই হ্যাভার্টজকে দেখে গতকাল হয়তো অনেকের রবার্ট লেভানডফস্কির কথা মনে পড়েছিল। গতকাল চেলসি-বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পেনাল্টিতে দুবারের চেষ্টায় গোল করেছেন হ্যাভার্টজ। তিন মাস আগে ২০২২ ফুটবল বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল লেভানডফস্কির সঙ্গে।
গতকাল স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল চেলসি-ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় চেলসি। ৪৮ মিনিটে বেন চিলওয়ের ক্রস লেগে যায় মারিয়াস ভলফসের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে চেলসির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ড্যানি ম্যাকেলি। পেনাল্টি নিয়েছেন হ্যাভার্টজ। দুর্ভাগ্যজনকভাবে জার্মান মিডফিল্ডারের শট পোস্টে লেগে ফেরত আসে। তবে হ্যাভার্টজকে দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ দেন ম্যাকেলি। কারণ হ্যাভার্টজের প্রথম শট নেওয়ার আগেই ডি বক্সের দাগ পেরিয়ে গিয়েছিলেন ডর্টমুন্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার সালিহ ওজকান। আর দ্বিতীয়বারে দারুণ শটে লক্ষ্যভেদ করেন হ্যাভার্টজ। হ্যাভার্টজের পাশাপাশি গোল করেন রাহিম স্টার্লিং। ২-০তে জিতে শেষ ষোলোর দুই লেগ মিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় গ্রাহাম পটারের দলের।
গত ৪ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল পোল্যান্ড। সেই ম্যাচে পেনাল্টিতে অনেক সময় নিয়ে শট করেছিলেন লেভা। লেভা শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস তা আটকে দেন। কিন্তু শট ঠেকাতে লরিস সামনে এগিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন লেভানডফস্কি। দ্বিতীয়বার সুযোগ কাজে লাগিয়েছিলেন পোলিশ এই সেন্টার-ফরোয়ার্ড।
কাই হ্যাভার্টজকে দেখে গতকাল হয়তো অনেকের রবার্ট লেভানডফস্কির কথা মনে পড়েছিল। গতকাল চেলসি-বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পেনাল্টিতে দুবারের চেষ্টায় গোল করেছেন হ্যাভার্টজ। তিন মাস আগে ২০২২ ফুটবল বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল লেভানডফস্কির সঙ্গে।
গতকাল স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল চেলসি-ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় চেলসি। ৪৮ মিনিটে বেন চিলওয়ের ক্রস লেগে যায় মারিয়াস ভলফসের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে চেলসির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ড্যানি ম্যাকেলি। পেনাল্টি নিয়েছেন হ্যাভার্টজ। দুর্ভাগ্যজনকভাবে জার্মান মিডফিল্ডারের শট পোস্টে লেগে ফেরত আসে। তবে হ্যাভার্টজকে দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ দেন ম্যাকেলি। কারণ হ্যাভার্টজের প্রথম শট নেওয়ার আগেই ডি বক্সের দাগ পেরিয়ে গিয়েছিলেন ডর্টমুন্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার সালিহ ওজকান। আর দ্বিতীয়বারে দারুণ শটে লক্ষ্যভেদ করেন হ্যাভার্টজ। হ্যাভার্টজের পাশাপাশি গোল করেন রাহিম স্টার্লিং। ২-০তে জিতে শেষ ষোলোর দুই লেগ মিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় গ্রাহাম পটারের দলের।
গত ৪ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল পোল্যান্ড। সেই ম্যাচে পেনাল্টিতে অনেক সময় নিয়ে শট করেছিলেন লেভা। লেভা শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস তা আটকে দেন। কিন্তু শট ঠেকাতে লরিস সামনে এগিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন লেভানডফস্কি। দ্বিতীয়বার সুযোগ কাজে লাগিয়েছিলেন পোলিশ এই সেন্টার-ফরোয়ার্ড।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৯ ঘণ্টা আগে