ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
৩৭ মিনিট আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে