ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি লামিনে ইয়ামালের জন্য বিশেষ এক ম্যাচ ছিল। পিএসজির বিপক্ষে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন কৈশোর না পেরোনো এই ফরোয়ার্ড।
রেকর্ড গড়ার রাতে লামিনের বয়স ছিল ১৬ বছর ২৭২ দিন। শেষ আটের ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে বার্সেলোনা জয় পাওয়ায় তাঁর রাতটাও স্মরণীয় হয়েছে। কিন্তু ম্যাচ শেষে কী জয়টা উপভোগ করতে পেরেছেন তিনি। নিশ্চয়ই নয়। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরুর আগেই যে তাঁকে বাজে মন্তব্যে বিদ্ধ করেছেন হের্মান বুর্গোস।
যাঁকে বার্সেলোনার ভবিষ্যৎ লিওনেল মেসি বলে ভাবা হচ্ছে সেই লামিনের ক্যারিয়ার নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন সাবেক আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক বুর্গোস। স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্টারের হয়ে ফুটবল পণ্ডিতের কাজ করা বুর্গোস বলেছেন, ‘যদি তার ক্যারিয়ার ভালো না হয়, তাহলে ক্যারিয়ার শেষে ট্রাফিক সিগন্যালে কাজ করতে পারে।’
আর্জেন্টাইন গোলরক্ষক বুর্গোসের বিতর্কিত মন্তব্যটি অনেকটা ভিক্ষুকের কাজের সঙ্গে তুলনীয়। রাস্তায় যখন গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে তখন কিছু ব্যক্তি (ভিক্ষুক) এসে চালকদের কাজে অর্থ চায়। স্পেনের উদীয়মান তারকাকে সেই সব ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের একসময়ে সহকারী কোচ।
বুর্গোস যখন এমন ‘শ্রেণিবাদী’ মন্তব্য করলেন তখন সারা বিশ্বে ফুটবলের ‘বর্ণবাদী’ আচরণ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকটা জ্বলন্ত আগুনে পা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক। তাঁর সমালোচনাও তাই ব্যাপকভাবে হচ্ছে। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য ব্রডকাস্টার মুভিস্টারকে ম্যাচ শেষে সাক্ষাৎকারও দেয়নি পিএসজি-বার্সা। ম্যাচ শেষে খেলোয়াড় এবং কোচদের অনুভূতিও তাই সম্প্রচার করতে পারেনি তারা।
নিজের ভুল বুঝতে পেরে পরে লামিনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বুর্গোস। তিনি বলেছেন, ‘কাউকে কষ্ট দেওয়ার জন্য মন্তব্য করিনি। আমরা ফুটবল নিয়ে কথা বলি, অন্য কিছু নিয়ে নয়। সে যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখ প্রকাশ করছি। আর প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।’
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি লামিনে ইয়ামালের জন্য বিশেষ এক ম্যাচ ছিল। পিএসজির বিপক্ষে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন কৈশোর না পেরোনো এই ফরোয়ার্ড।
রেকর্ড গড়ার রাতে লামিনের বয়স ছিল ১৬ বছর ২৭২ দিন। শেষ আটের ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে বার্সেলোনা জয় পাওয়ায় তাঁর রাতটাও স্মরণীয় হয়েছে। কিন্তু ম্যাচ শেষে কী জয়টা উপভোগ করতে পেরেছেন তিনি। নিশ্চয়ই নয়। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরুর আগেই যে তাঁকে বাজে মন্তব্যে বিদ্ধ করেছেন হের্মান বুর্গোস।
যাঁকে বার্সেলোনার ভবিষ্যৎ লিওনেল মেসি বলে ভাবা হচ্ছে সেই লামিনের ক্যারিয়ার নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন সাবেক আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক বুর্গোস। স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্টারের হয়ে ফুটবল পণ্ডিতের কাজ করা বুর্গোস বলেছেন, ‘যদি তার ক্যারিয়ার ভালো না হয়, তাহলে ক্যারিয়ার শেষে ট্রাফিক সিগন্যালে কাজ করতে পারে।’
আর্জেন্টাইন গোলরক্ষক বুর্গোসের বিতর্কিত মন্তব্যটি অনেকটা ভিক্ষুকের কাজের সঙ্গে তুলনীয়। রাস্তায় যখন গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে তখন কিছু ব্যক্তি (ভিক্ষুক) এসে চালকদের কাজে অর্থ চায়। স্পেনের উদীয়মান তারকাকে সেই সব ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের একসময়ে সহকারী কোচ।
বুর্গোস যখন এমন ‘শ্রেণিবাদী’ মন্তব্য করলেন তখন সারা বিশ্বে ফুটবলের ‘বর্ণবাদী’ আচরণ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকটা জ্বলন্ত আগুনে পা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক। তাঁর সমালোচনাও তাই ব্যাপকভাবে হচ্ছে। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য ব্রডকাস্টার মুভিস্টারকে ম্যাচ শেষে সাক্ষাৎকারও দেয়নি পিএসজি-বার্সা। ম্যাচ শেষে খেলোয়াড় এবং কোচদের অনুভূতিও তাই সম্প্রচার করতে পারেনি তারা।
নিজের ভুল বুঝতে পেরে পরে লামিনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বুর্গোস। তিনি বলেছেন, ‘কাউকে কষ্ট দেওয়ার জন্য মন্তব্য করিনি। আমরা ফুটবল নিয়ে কথা বলি, অন্য কিছু নিয়ে নয়। সে যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখ প্রকাশ করছি। আর প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৪ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে