কাউকে না কাউকে একদিন পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলতেই হয়। পর্তুগালের পেপে গত রাতে ফুটবল থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দীর্ঘদিনের সতীর্থ অবসর নেওয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৩৩ মিনিটের এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পেপে। ৪১ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার যখন ফুটবলকে বিদায় বলছিলেন, রোনালদো সেটা দেখেছেন কি না জানা নেই। তবে যাঁর (পেপে) সঙ্গে এত স্মরণীয় মুহূর্ত রয়েছে, সেই সতীর্থর বিদায়ে রোনালদোর আবেগপ্রবণ হওয়াই তো স্বাভাবিক। পেপেকে নিয়ে ২০১৬ ইউরো উদযাপনের ছবি রোনালদো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।আবেগঘন এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘বন্ধু, তুমি যে আমার কতটা কাছের মানুষ তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অনেক কিছু মাঠে এক সঙ্গে জিতেছি। তবে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বন্ধুত্ব ও শ্রদ্ধা, যা তোমার প্রতি আমার রয়েছে। তুমি আমার অন্যতম প্রিয় ভাই। অসংখ্য ধন্যবাদ।’ পেশাদার ক্যারিয়ারের সবশেষ ম্যাচ পেপে খেলেছেন ২০২৪ ইউরোতে। পর্তুগিজ ডিফেন্ডারের শেষ ম্যাচে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছিল পর্তুগাল। পেনাল্টি শুটআউটে হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল পর্তুগিজদের। পর্তুগাল বিদায় নেওয়ার পর পেপে ও রোনালদো একে অন্যকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন। রোনালদো তখন হয়তো ঘুণাক্ষরেও টের পাননি এটাই পেপের শেষ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। করেছেন ৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। বন্ধু রোনালদোর সঙ্গে পেপে জিতেছেন ২০১৬ ইউরো। ২০০২ সালে পর্তুগালের ম্যারিটিমো ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে পথচলা শুরু হয় পেপের। ২২ বছরের ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৭৩৭ ম্যাচ। ৪২ গোলের পাশাপাশি ৩৬ গোলে অ্যাসিস্ট করেছেন। শেষটা করেছেন স্বদেশি আরেক ক্লাব পোর্তোর হয়ে।
ক্লাব ক্যারিয়ারে স্বর্ণালি সময় পেপে কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০০৭ থেকে ২০১৭—১০ বছর স্প্যানিশ ক্লাবটিতে খেলে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। লা লিগার শিরোপাও জিতেছেন তিনবার। দুইবার জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ। ‘রয়্যাল মাদ্রিদে’ পেপের সঙ্গী ছিলেন রোনালদো। রিয়ালে রোনালদো খেলেন ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত।
পেপের থেকে ২ বছর ছোট হলেও রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন তাঁর (পেপে) আগে। পর্তুগালের জার্সিতে পেপের অভিষেক ২০০৭ সালে। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু ২০০৩ সালে। ২১ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ফুটবলের অনেক রেকর্ড ভেঙে চুড়মাড় করে দিয়েছেন রোনালদো।
কাউকে না কাউকে একদিন পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলতেই হয়। পর্তুগালের পেপে গত রাতে ফুটবল থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দীর্ঘদিনের সতীর্থ অবসর নেওয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৩৩ মিনিটের এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পেপে। ৪১ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার যখন ফুটবলকে বিদায় বলছিলেন, রোনালদো সেটা দেখেছেন কি না জানা নেই। তবে যাঁর (পেপে) সঙ্গে এত স্মরণীয় মুহূর্ত রয়েছে, সেই সতীর্থর বিদায়ে রোনালদোর আবেগপ্রবণ হওয়াই তো স্বাভাবিক। পেপেকে নিয়ে ২০১৬ ইউরো উদযাপনের ছবি রোনালদো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।আবেগঘন এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘বন্ধু, তুমি যে আমার কতটা কাছের মানুষ তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অনেক কিছু মাঠে এক সঙ্গে জিতেছি। তবে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বন্ধুত্ব ও শ্রদ্ধা, যা তোমার প্রতি আমার রয়েছে। তুমি আমার অন্যতম প্রিয় ভাই। অসংখ্য ধন্যবাদ।’ পেশাদার ক্যারিয়ারের সবশেষ ম্যাচ পেপে খেলেছেন ২০২৪ ইউরোতে। পর্তুগিজ ডিফেন্ডারের শেষ ম্যাচে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছিল পর্তুগাল। পেনাল্টি শুটআউটে হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল পর্তুগিজদের। পর্তুগাল বিদায় নেওয়ার পর পেপে ও রোনালদো একে অন্যকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন। রোনালদো তখন হয়তো ঘুণাক্ষরেও টের পাননি এটাই পেপের শেষ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। করেছেন ৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। বন্ধু রোনালদোর সঙ্গে পেপে জিতেছেন ২০১৬ ইউরো। ২০০২ সালে পর্তুগালের ম্যারিটিমো ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে পথচলা শুরু হয় পেপের। ২২ বছরের ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৭৩৭ ম্যাচ। ৪২ গোলের পাশাপাশি ৩৬ গোলে অ্যাসিস্ট করেছেন। শেষটা করেছেন স্বদেশি আরেক ক্লাব পোর্তোর হয়ে।
ক্লাব ক্যারিয়ারে স্বর্ণালি সময় পেপে কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০০৭ থেকে ২০১৭—১০ বছর স্প্যানিশ ক্লাবটিতে খেলে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। লা লিগার শিরোপাও জিতেছেন তিনবার। দুইবার জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ। ‘রয়্যাল মাদ্রিদে’ পেপের সঙ্গী ছিলেন রোনালদো। রিয়ালে রোনালদো খেলেন ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত।
পেপের থেকে ২ বছর ছোট হলেও রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন তাঁর (পেপে) আগে। পর্তুগালের জার্সিতে পেপের অভিষেক ২০০৭ সালে। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু ২০০৩ সালে। ২১ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ফুটবলের অনেক রেকর্ড ভেঙে চুড়মাড় করে দিয়েছেন রোনালদো।
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩১ মিনিট আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে