ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি পরবর্তী যুগে বেশ ধুঁকছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালান পরাশক্তিদের।
দলের এমন দুরবস্থায় বেশ চাপের মুখে আছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। সমর্থকেরাও কোচ বদল করতে ক্লাবের ওপর ক্রামাগত চাপ সৃষ্টি করছে। গুঞ্জন আছে, বার্সা কর্তৃপক্ষও এখন নতুন কোচের সন্ধানে আছে। আর সে তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ পেপ গার্দিওলাও। তবে এই মুহূর্তে না পারলেও যত দ্রুত সম্ভব গার্দিওলাকে আনতে চায় বার্সা।
এর আগে বার্সার হয়ে দুর্দান্ত সময় পার করেছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সময়ে গার্দিওলার অর্জনও ছিল দুর্দান্ত। এ সময়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি তিনবার লা লিগা শিরোপা জিতেছিল বার্সা।
বর্তমানে সিটির হয়েও দারুণ সময় পার করছেন গার্দিওলা। গত মাসে ৫০ বছর বয়সী কোচ অবশ্য বলেছিলেন, ম্যানসিটি অধ্যায় শেষ করে তিনি আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে চান।
গার্দিওলার এমন চাওয়ার পরও নাকি হাল ছাড়তে নারাজ বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ বলছে, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গার্দিওলাকে পেতে সম্ভাব্য সবকিছু করবেন। তবে ম্যানসিটি থেকে গার্দিওলাকে ছাড়িয়ে নেওয়া মোটেও সহজ হবে না। পাশাপাশি গার্দিওলা নিজেও আবার ফিরতে চান কি না তাও অজানা।
বার্সা অবশ্য শুধু গার্দিওলাকে মাথায় রেখেই সামনে এগোচ্ছে না। কোমানের জায়গায় ন্যু ক্যাম্পে আসতে পারে, এমন আরও কিছু নাম শোনা যাচ্ছে।
বার্সার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ, গত মৌসুমে ইন্টার মিলানকে সিরি ‘আ’-এর শিরোপা জেতানো আন্তোনিও কন্তে, বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপ কোকো ও সাবেক জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।
লিওনেল মেসি পরবর্তী যুগে বেশ ধুঁকছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালান পরাশক্তিদের।
দলের এমন দুরবস্থায় বেশ চাপের মুখে আছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। সমর্থকেরাও কোচ বদল করতে ক্লাবের ওপর ক্রামাগত চাপ সৃষ্টি করছে। গুঞ্জন আছে, বার্সা কর্তৃপক্ষও এখন নতুন কোচের সন্ধানে আছে। আর সে তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ পেপ গার্দিওলাও। তবে এই মুহূর্তে না পারলেও যত দ্রুত সম্ভব গার্দিওলাকে আনতে চায় বার্সা।
এর আগে বার্সার হয়ে দুর্দান্ত সময় পার করেছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সময়ে গার্দিওলার অর্জনও ছিল দুর্দান্ত। এ সময়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি তিনবার লা লিগা শিরোপা জিতেছিল বার্সা।
বর্তমানে সিটির হয়েও দারুণ সময় পার করছেন গার্দিওলা। গত মাসে ৫০ বছর বয়সী কোচ অবশ্য বলেছিলেন, ম্যানসিটি অধ্যায় শেষ করে তিনি আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে চান।
গার্দিওলার এমন চাওয়ার পরও নাকি হাল ছাড়তে নারাজ বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ বলছে, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গার্দিওলাকে পেতে সম্ভাব্য সবকিছু করবেন। তবে ম্যানসিটি থেকে গার্দিওলাকে ছাড়িয়ে নেওয়া মোটেও সহজ হবে না। পাশাপাশি গার্দিওলা নিজেও আবার ফিরতে চান কি না তাও অজানা।
বার্সা অবশ্য শুধু গার্দিওলাকে মাথায় রেখেই সামনে এগোচ্ছে না। কোমানের জায়গায় ন্যু ক্যাম্পে আসতে পারে, এমন আরও কিছু নাম শোনা যাচ্ছে।
বার্সার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ, গত মৌসুমে ইন্টার মিলানকে সিরি ‘আ’-এর শিরোপা জেতানো আন্তোনিও কন্তে, বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপ কোকো ও সাবেক জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৭ ঘণ্টা আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
৮ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
৮ ঘণ্টা আগে