ক্রীড়া ডেস্ক
ব্রেইন টিউমারের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে মাঠে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদের নারী দলের ফুটবলার ভার্জিনিয়া তোরেসিল্লা। ২০২০ সালে চিকিৎসকদের ছুরির নিচে যেতে হয় ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। তবে সেই লড়াইয়ে জিতে এখন নায়কোচিত প্রত্যাবর্তন দেখা গেছে তাঁর।
সেই অস্ত্রোপচারের পর তোরেসিল্লার কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর পরিস্থিতি ভালোর দিকে যাওয়ায় ২০২১ সালের মার্চে আবার অনুশীলনে ফেরেন তিনি।
গত বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বেঞ্চে জায়গা পান তোরেসিল্লা। সেই ম্যাচে আতলেতিকো ৩-২ গোলে জিতেছে। এরপর বার্সেলোনার বিপক্ষে ফাইনালে গত রোববার বদলি হিসেবে মাঠে নামেন তোরেসিল্লা। ৮৫ মিনিটে মাঠে নেমে অধিনায়কের আর্মব্যান্ডও পরেন তিনি। ম্যাচে বড় হারের স্বাদ পেলেও সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল তোরেসিল্লার জন্য। ম্যাচের পর ক্লাবকে ধন্যবাদও জানান তিনি।
এক টুইট বার্তায় তোরেসিল্লা লেখেন, ‘আমি সতীর্থদের সঙ্গে খেলতে পেরে এবং সবকিছু ভাগাভাগি করে আনন্দিত। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল। এটা চেষ্টা, নিবেদন ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়েছে। আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, তারা সব সময় আমার সঙ্গে ছিল।’
ম্যাচের সতীর্থ ও প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়েরা উষ্ণ অভ্যর্থনা জানান তোরেসেিল্লাকে। এর আগে বার্সার হয়েও খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার।
ব্রেইন টিউমারের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে মাঠে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদের নারী দলের ফুটবলার ভার্জিনিয়া তোরেসিল্লা। ২০২০ সালে চিকিৎসকদের ছুরির নিচে যেতে হয় ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। তবে সেই লড়াইয়ে জিতে এখন নায়কোচিত প্রত্যাবর্তন দেখা গেছে তাঁর।
সেই অস্ত্রোপচারের পর তোরেসিল্লার কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর পরিস্থিতি ভালোর দিকে যাওয়ায় ২০২১ সালের মার্চে আবার অনুশীলনে ফেরেন তিনি।
গত বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বেঞ্চে জায়গা পান তোরেসিল্লা। সেই ম্যাচে আতলেতিকো ৩-২ গোলে জিতেছে। এরপর বার্সেলোনার বিপক্ষে ফাইনালে গত রোববার বদলি হিসেবে মাঠে নামেন তোরেসিল্লা। ৮৫ মিনিটে মাঠে নেমে অধিনায়কের আর্মব্যান্ডও পরেন তিনি। ম্যাচে বড় হারের স্বাদ পেলেও সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল তোরেসিল্লার জন্য। ম্যাচের পর ক্লাবকে ধন্যবাদও জানান তিনি।
এক টুইট বার্তায় তোরেসিল্লা লেখেন, ‘আমি সতীর্থদের সঙ্গে খেলতে পেরে এবং সবকিছু ভাগাভাগি করে আনন্দিত। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল। এটা চেষ্টা, নিবেদন ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়েছে। আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, তারা সব সময় আমার সঙ্গে ছিল।’
ম্যাচের সতীর্থ ও প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়েরা উষ্ণ অভ্যর্থনা জানান তোরেসেিল্লাকে। এর আগে বার্সার হয়েও খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে