ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।
পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।
পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে গতকাল একগাদা তারকা ক্রিকেটারকে নেওয়া হয়েছে। ৬ ইংলিশ ক্রিকেটার দল পেয়েছেন পিএসএলে। তবে টুর্নামেন্টে তাঁদের সবাই খেলতে পারবেন কি না, সেটা নিয়ে রয়েছে সংশয়।
১ মিনিট আগেভারতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ভালো নয়। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলার সুযোগটুকু নিজ হাতে নষ্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেবাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই তাঁর ম্যানচেস্টার সিটি জেতার চেয়ে ম্যাচ হারছে বেশি। এমন সময়ে তাঁর ৩০ বছরের সংসার ভাঙার সম্পর্ক চাউর হয়েছে।
২ ঘণ্টা আগেবিপিএলে আজ কোনো খেলা নেই। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ রয়েছে। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বিগ ব্যাশে মুখোমুখি হবে হোবার্ট হারিকেনস ও মেলবোর্ন রেনেগেডস। দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে রয়েছে দুই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
৩ ঘণ্টা আগে