ক্রীড়া ডেস্ক
ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
৬ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে নড়বড়ে নব্বইতে থামতে হয়েছিল ফারজানা হক পিংকির। অসাধারণ এক ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন এ ওপেনার। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে...
৭ ঘণ্টা আগে