Ajker Patrika

মেসি না থাকলেও বার্সাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না বায়ার্ন কোচ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৮
মেসি না থাকলেও বার্সাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না বায়ার্ন কোচ 

রাতেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ। প্রথম রাতেই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির বার্সা বায়ার্নের কাছে বিধ্বস্ত হয়েছিল ৮-২ গোলে। এবার আর দলে নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবু বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসমান বলছেন, মেসিকে ছাড়াও বার্সেলোনা খুব বেশি খারাপ দল নয়। 

ক্লাব ফুটবলের দলবদলের বাজার কাঁপিয়ে দিয়ে গত আগস্টে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন মেসি। দেড় দশক ধরে কাতালানদের প্রতিনিধিত্ব করা মেসিকে ছাড়া প্রথমবারের মতো এবার চ্যাম্পিয়নস লিগ খেলতে হবে বার্সেলোনাকে। দলে আর্জেন্টাইন ফরোয়ার্ড না থাকলেও নাগেলসমান মনে করছেন বার্সেলোনা সহজ প্রতিপক্ষ হবে না। 

গ্রীষ্মের দলবদলে লিওঁ থেকে বার্সেলোনায় এসেছেন মেমফিস ডিপাই। এসেই কাতালান জার্সিতে আলো ছড়াচ্ছেন এই ডাচ স্ট্রাইকার। গত মৌসুমে ৮-২ গোলে হারের ম্যাচে বায়ার্নের হয়ে খেলা ফিলিপ কৌতিনহো আজ নামবেন বার্সার হয়ে। দলে আছেন জেরার্ড পিকে সার্জিও বুসকেটসের মতো অভিজ্ঞরাও। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেছেন, তাঁরা মেসির মতো অসাধারণ কাউকে এখনো পাননি, কিন্তু তাঁদের দলে অন্য যে খেলোয়াড়রা আছেন, তাঁরা ম্যাচের পার্থক্য করতে পারেন। তাঁরা সবকিছুর জন্য প্রস্তুত।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ গত ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যানেও তারা বার্সার চেয়ে এগিয়ে। এই ম্যাচে তাই পরিষ্কার ফেবারিট বায়ার্নই। তবে নাগেলসমান সেটি মানতে নারাজ। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে তারা এখন খুব খারাপ দল। ফেবারিট হওয়া-না হওয়া সব সময় মিডিয়ার বিষয়। বিশ্বের সেরা দুটি ক্লাবই আজ মাঠে নামবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত