আজ লড়াইয়ের দিন, বলছেন জামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২১, ১৬: ৫৩

ঢাকা: সময় বদলেছে। বদলায়নি মলিন রেকর্ডটা। ৪২ বছর ধরে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে আজ কাতারে আফগানদের মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, লড়াই করতে তাঁরা প্রস্তুত। 

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। বাছাইপর্বের প্রথম লেগে দুশানবেতে আফগানদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। 

১৯৭৯ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মতো আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ বাছাইপর্বে ঘরের মাঠে আফগানদের ৪-১ গোলে জয় ছিল কাজী সালাউদ্দিন-অমলেশ সেনদের। গত ৪২ বছরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত আফগানরা। সর্বশেষ দুই ম্যাচেই পেয়েছে জয়। শারীরিকভাবে শক্তিশালী ও উচ্চতায় এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে আজ তাই কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। নিজের ফেসবুক পেজে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘আজ লড়াইয়ের দিন। দেশের জন্য লড়াই করতে আমি প্রস্তুত।’ 

বিদেশের মাঠে জামালদের বাড়তি অনুপ্রেরণা হতে পারে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন। নিজেদের ওয়েবসাইটে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামাজিক দূরত্ব মেনে মাঠে ঢুকতে পারবেন ৩০ শতাংশ দর্শক। তবে আগ্রহী দর্শককে অবশ্যই করোনা টিকা নেওয়া থাকতে হবে। টিকিটের দাম ধরা হয়েছে ২০ কাতারি রিয়াল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত