ক্রীড়া ডেস্ক
নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের।
কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা।
৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ।
সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের।
নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের।
কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা।
৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ।
সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের।
নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
২১ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৪ ঘণ্টা আগে