ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পুরোনো চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তবু তাঁর পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে, মোটা অঙ্কের টাকা পেলেই তিনি পিএসজি ছাড়বেন।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। তবে পিএসজিকে এমবাপ্পের এক চিঠি দেওয়া নিয়েই গুঞ্জন জোরালো হয়।
কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন—এ কথা চিঠিতে উল্লেখ করেছেন। এবার মার্কা দিয়েছে অন্য রকম এক তথ্য। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ পেলেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন। যদি পিএসজি ছাড়েন, তাহলে পিএসজির খরচ হবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ৭৭৪ কোটি ৩১ লাখ টাকা। গত মৌসুমে তাঁর সঙ্গে ১৫ কোটি ইউরোর চুক্তি হয়েছে পিএসজির, যার মধ্যে বার্ষিক বেতন ৬ কোটি ও লয়্যালটি বোনাস ৯ কোটি।
ফ্রি এজেন্ট হলে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। রিয়ালে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। যদিও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথার সুর একটু ভিন্ন। কদিন আগে তিনি বলেছেন, ‘এমবাপ্পে আসবে, তবে এ বছরে নয়।’ এমবাপ্পেকে রিয়ালে যেতে বলেছেন তাঁর মা। এমনকি তাঁকে স্প্যানিশ ক্লাবে যাওয়ার পরামর্শও দিয়েছেন লিওনেল মেসি।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পুরোনো চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তবু তাঁর পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে, মোটা অঙ্কের টাকা পেলেই তিনি পিএসজি ছাড়বেন।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। তবে পিএসজিকে এমবাপ্পের এক চিঠি দেওয়া নিয়েই গুঞ্জন জোরালো হয়।
কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন—এ কথা চিঠিতে উল্লেখ করেছেন। এবার মার্কা দিয়েছে অন্য রকম এক তথ্য। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ পেলেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন। যদি পিএসজি ছাড়েন, তাহলে পিএসজির খরচ হবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ৭৭৪ কোটি ৩১ লাখ টাকা। গত মৌসুমে তাঁর সঙ্গে ১৫ কোটি ইউরোর চুক্তি হয়েছে পিএসজির, যার মধ্যে বার্ষিক বেতন ৬ কোটি ও লয়্যালটি বোনাস ৯ কোটি।
ফ্রি এজেন্ট হলে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। রিয়ালে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। যদিও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথার সুর একটু ভিন্ন। কদিন আগে তিনি বলেছেন, ‘এমবাপ্পে আসবে, তবে এ বছরে নয়।’ এমবাপ্পেকে রিয়ালে যেতে বলেছেন তাঁর মা। এমনকি তাঁকে স্প্যানিশ ক্লাবে যাওয়ার পরামর্শও দিয়েছেন লিওনেল মেসি।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে