ক্রীড়া ডেস্ক
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে