ক্রীড়া ডেস্ক
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে