১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
৭ মিনিট আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৩৪ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে