প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
কালবৈশাখী ঝড়ের পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ সেকেন্ড আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগে