নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১৬ মিনিট আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩৩ মিনিট আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে