নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৯ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
১৫ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩০ মিনিট আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১২ ঘণ্টা আগে