এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন। এর মধ্যে ৫ কোপা আমেরিকায় চতুর্থবারের মতো ফাইনাল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১২ ইউরো জয়ের পর স্পেনও যেন সোনালি সময়টা হারাতে শুরু করে। মাঝে তিনটি ফুটবল বিশ্বকাপ ও দুটো ইউরোয় সুবিধা করতে পারেনি তারা।
২০২৪ ইউরোয় তারুণ্য নির্ভর স্পেন আবারও ফিরেছে টিকিটাকার পসরা নিয়ে। গতবার অবশ্য সেমিফাইনাল খেলেছিল তারা। এবার লামিনে ইয়ামাল, দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজদের তারুণ্য শক্তিতে ভর করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে হারাতে পারলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে লা রোজা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরো-কোপাজয়ীদের মধ্যে আছে আরেক ফাইনাল। যে ফাইনালে খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। তাঁর চাওয়া ইউরোর চ্যাম্পিয়ন হোক স্পেন আর কোপায় আর্জেন্টিনা। তাহলেই মিলবে ২০২৫ ফিনিলিসামায় লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার স্বপ্নটা।
মেসির সঙ্গে খেলা প্রসঙ্গে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারব।’
ইউরো চলাকালীন মেসির কোলে ইয়ামালের শিশুবেলার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৬ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। এত দিন কেন ওই ছবি প্রকাশ করেননি তাঁরা এ প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
২০০৭ সালে ইউনিসেফের আয়োজনে লটারিতে জিতে বার্সার খেলোয়াড়দের সঙ্গে ইয়ামালের ফটোশুটের সুযোগ পায় তার বাবা-মা। সেখানেই কাকতালীয়ভাবে মেসির সান্নিধ্য পেয়ে যায় শিশুটি। খ্রিষ্টানদের ব্যাপ্টিজমের মতোই মেসি তাকে গোসল করিয়ে দেন। পরবর্তীতে সে মেসির মতোই বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর সিনিয়র দলে ও পরে স্পেন দলেও ডাক পান তিনি।
এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন। এর মধ্যে ৫ কোপা আমেরিকায় চতুর্থবারের মতো ফাইনাল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১২ ইউরো জয়ের পর স্পেনও যেন সোনালি সময়টা হারাতে শুরু করে। মাঝে তিনটি ফুটবল বিশ্বকাপ ও দুটো ইউরোয় সুবিধা করতে পারেনি তারা।
২০২৪ ইউরোয় তারুণ্য নির্ভর স্পেন আবারও ফিরেছে টিকিটাকার পসরা নিয়ে। গতবার অবশ্য সেমিফাইনাল খেলেছিল তারা। এবার লামিনে ইয়ামাল, দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজদের তারুণ্য শক্তিতে ভর করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে হারাতে পারলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে লা রোজা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরো-কোপাজয়ীদের মধ্যে আছে আরেক ফাইনাল। যে ফাইনালে খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। তাঁর চাওয়া ইউরোর চ্যাম্পিয়ন হোক স্পেন আর কোপায় আর্জেন্টিনা। তাহলেই মিলবে ২০২৫ ফিনিলিসামায় লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার স্বপ্নটা।
মেসির সঙ্গে খেলা প্রসঙ্গে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারব।’
ইউরো চলাকালীন মেসির কোলে ইয়ামালের শিশুবেলার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৬ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। এত দিন কেন ওই ছবি প্রকাশ করেননি তাঁরা এ প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
২০০৭ সালে ইউনিসেফের আয়োজনে লটারিতে জিতে বার্সার খেলোয়াড়দের সঙ্গে ইয়ামালের ফটোশুটের সুযোগ পায় তার বাবা-মা। সেখানেই কাকতালীয়ভাবে মেসির সান্নিধ্য পেয়ে যায় শিশুটি। খ্রিষ্টানদের ব্যাপ্টিজমের মতোই মেসি তাকে গোসল করিয়ে দেন। পরবর্তীতে সে মেসির মতোই বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর সিনিয়র দলে ও পরে স্পেন দলেও ডাক পান তিনি।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
১৭ মিনিট আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
৪০ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
১ ঘণ্টা আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগে