ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৫ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৭ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে