Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি নভেম্বরে

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫: ০৪
ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি নভেম্বরে

সর্বশেষ ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ২০২১ সালের ১০ জুলাই। সেদিন কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এরপর আর দুই দলের দেখা হয়নি।

২০২১ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা থাকলেও দুই দল পরে রাজি না হওয়ায় তা আর হয়নি। এরপর গেল বিশ্বকাপের সেমিফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা জেগেছিল। কিন্তু শেষ আটে ব্রাজিল বিদায় নেওয়ায় শেষ পর্যন্ত সেটাও আর হয়নি।

এখন আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ দেখতে হলে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস। এ বছরের নভেম্বরে দুই দল মুখোমুখি হবে। গতকাল দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল) এমনটি ঘোষণা দিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য লাতিন আমেরিকা মহাদেশের বাছাইপর্বের সিডিউল ঘোষণা করেছে কনমেবল। তারিখ ও ভেন্যু এখনো ঠিক না করলেও সেপ্টেম্বর থেকে বাছাইপর্ব শুরু হবে বলে জানিয়েছে কনমেবল।

ফুটবল সংস্থাটির ঘোষণা অনুযায়ী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে নভেম্বরে। প্রথম ম্যাচটি হবে ষষ্ঠ রাউন্ডে সেলেসাওদের মাটিতে। আর ফিরতি ম্যাচটি হবে ১৪তম রাউন্ডে ২০২৫ সালে আলবিসেলেস্তাদের ঘরের মাঠে।

তবে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার আগে নিজ নিজ ম্যাচ রয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচটি নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে কাতার বিশ্বকাপজয়ীরা পাচ্ছে ইকুয়েডরকে। ব্রাজিলও ঘরের মাঠেই প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ২৩তম আসরে নতুন ফরম্যাটে হবে খেলা। এবার ৩২ দলে নয়, ৪৮ দলে খেলা হবে। সেই হিসাবে ফেডারেশনগুলো থেকে বিশ্বকাপে দলের সংখ্যাও বাড়বে। কনমেবল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ছয় দল খেলবে। আগে চার দল সুযোগ পেয়েছিল। এ ছাড়া সপ্তম দলের জন্যও সুযোগ থাকছে। প্লে-অফে জিততে পারলে বিশ্বকাপে খেলতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত