রেকর্ড গড়া যেন করিম বেনজেমার কাছে এক রকম অভ্যাস। লা-লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-বেনজেমা রেকর্ড গড়েন সবখানেই। সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল গড়েছেন বেশ কিছু রেকর্ড। রেকর্ডের রাতে লিওনেল মেসির রেকর্ডের আরও কাছে পৌঁছলেন বেনজেমা।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। ম্যাচে গোলের উদ্বোধন করেন বেনজেমা। ২১ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে আলতো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। তাতে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ২০। এই তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসি করেছেন ২৭ গোল।
গতকাল চেলসির বিপক্ষে খেলতে নেমেই রেকর্ড গড়লেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে ফরাসি তারকা এখন পর্যন্ত খেলেছেন ১৩০ ম্যাচ। যা রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। রাউল গঞ্জালেজ এই টুর্নামেন্টে খেলেছেন ১৩০ ম্যাচ। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ১৮ এপ্রিল স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
রেকর্ড গড়া যেন করিম বেনজেমার কাছে এক রকম অভ্যাস। লা-লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-বেনজেমা রেকর্ড গড়েন সবখানেই। সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল গড়েছেন বেশ কিছু রেকর্ড। রেকর্ডের রাতে লিওনেল মেসির রেকর্ডের আরও কাছে পৌঁছলেন বেনজেমা।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। ম্যাচে গোলের উদ্বোধন করেন বেনজেমা। ২১ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে আলতো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। তাতে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল হলো ২০। এই তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসি করেছেন ২৭ গোল।
গতকাল চেলসির বিপক্ষে খেলতে নেমেই রেকর্ড গড়লেন বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে ফরাসি তারকা এখন পর্যন্ত খেলেছেন ১৩০ ম্যাচ। যা রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। রাউল গঞ্জালেজ এই টুর্নামেন্টে খেলেছেন ১৩০ ম্যাচ। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ১৮ এপ্রিল স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩১ মিনিট আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে