ক্রীড়া ডেস্ক
লা লিগার শিরোপা নিজেদের কাছে ধরে রাখতে পারবেন না এটা বুঝতে পেরেছেন কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষ বার্সেলোনা শেষ পাঁচ ম্যাচের একটিতে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে। গতকাল তাই গেতাফের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের নামিয়ে দিলেন মাঠে।
যেন পূর্ণ শক্তির দল পান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে। ম্যাচ জয়ের পর আনচেলত্তিও এমনটি জানিয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী তাঁর দল।
আনেচলত্তি বলেছেন, ‘বুধবারের ম্যাচের পরিষ্কার ধারণা পেয়েছি আজকের (গতকাল) খেলায়। এখন আর কোনো সন্দেহ নেই। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমার একটি শক্তিশালী বেঞ্চ রয়েছে যারা এ ধরনের ম্যাচে অবদান রাখতে পারে। গত বছরও বেঞ্চের খেলোয়াড়েরাই আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে সহায়তা করেছে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল আনচেলত্তির আত্মবিশ্বাস জুগিয়েছেন মার্কো অ্যাসেনসিও। তাঁর জয়সূচক গোলেই গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে নিয়মিত একাদশের ২-৩ জন বাদে বেঞ্চের খেলোয়াড় নামিয়েছিলেন রিয়াল কোচ। শিষ্যরাও তাঁর আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যাচে পুরো আধিপত্য দেখিয়েছে তাঁরা। যদিও স্প্যানিশ ফরোয়ার্ডের কাছ থেকে একমাত্র গোলটি এসেছে ম্যাচের ৭০ মিনিটে। তবে প্রতিপক্ষের বিপক্ষে খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও পারফরম্যান্সই ম্যানচেস্টার সিটির বিপক্ষে জেতার আত্মবিশ্বাস জুগিয়েছে আনচেলত্তিকে।
গতকালের জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে নিয়ে এসেছে রিয়াল। ৩৪ ম্যাচে লস ব্ল্যাংকোসদের পয়েন্ট ৭১। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্টে শীর্ষে কাতালান ক্লাব। শেষ ৫ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। রাতে এস্প্যানিওলের বিপক্ষে জিততে পারলে ২০১৮-১৯ মৌসুমের পর আবারও শিরোপা নিশ্চিত হবে কোচ জাভি হার্নান্দেজের দলের।
লা লিগার শিরোপা নিজেদের কাছে ধরে রাখতে পারবেন না এটা বুঝতে পেরেছেন কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষ বার্সেলোনা শেষ পাঁচ ম্যাচের একটিতে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে। গতকাল তাই গেতাফের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের নামিয়ে দিলেন মাঠে।
যেন পূর্ণ শক্তির দল পান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে। ম্যাচ জয়ের পর আনচেলত্তিও এমনটি জানিয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী তাঁর দল।
আনেচলত্তি বলেছেন, ‘বুধবারের ম্যাচের পরিষ্কার ধারণা পেয়েছি আজকের (গতকাল) খেলায়। এখন আর কোনো সন্দেহ নেই। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমার একটি শক্তিশালী বেঞ্চ রয়েছে যারা এ ধরনের ম্যাচে অবদান রাখতে পারে। গত বছরও বেঞ্চের খেলোয়াড়েরাই আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে সহায়তা করেছে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল আনচেলত্তির আত্মবিশ্বাস জুগিয়েছেন মার্কো অ্যাসেনসিও। তাঁর জয়সূচক গোলেই গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে নিয়মিত একাদশের ২-৩ জন বাদে বেঞ্চের খেলোয়াড় নামিয়েছিলেন রিয়াল কোচ। শিষ্যরাও তাঁর আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যাচে পুরো আধিপত্য দেখিয়েছে তাঁরা। যদিও স্প্যানিশ ফরোয়ার্ডের কাছ থেকে একমাত্র গোলটি এসেছে ম্যাচের ৭০ মিনিটে। তবে প্রতিপক্ষের বিপক্ষে খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও পারফরম্যান্সই ম্যানচেস্টার সিটির বিপক্ষে জেতার আত্মবিশ্বাস জুগিয়েছে আনচেলত্তিকে।
গতকালের জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে নিয়ে এসেছে রিয়াল। ৩৪ ম্যাচে লস ব্ল্যাংকোসদের পয়েন্ট ৭১। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্টে শীর্ষে কাতালান ক্লাব। শেষ ৫ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। রাতে এস্প্যানিওলের বিপক্ষে জিততে পারলে ২০১৮-১৯ মৌসুমের পর আবারও শিরোপা নিশ্চিত হবে কোচ জাভি হার্নান্দেজের দলের।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
২ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে