ক্রীড়া ডেস্ক
শিরোপা যেন লিওনেল মেসির স্পর্শ পেতে চায় বারবার। প্রতি বছরই শিরোপা জিতে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কোনোটা দলীয় অর্জন, আবার কোনোটা ব্যক্তিগত।
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে মেসির ক্যাবিনেটে যে কত শিরোপা জমা হয়েছে, তা হয়তো তিনি নিজেও গুণে শেষ করতে পারবেন না।
আর্জেন্টিনার জার্সিতে সেরা সাফল্য মেসি পেয়েছেন গত বছর। কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছেন তিনি। এছাড়া আরও দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। একই বছর ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছিলেন মেসি। তার আগে ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের হয়ে এই তিনটি শিরোপা মেসি জিতেছিলেন কোচ লিওনেল স্কালোনির অধীনে।
ক্লাব ফুটবলে চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। চারবারই জিতেছেন বার্সেলোনার জার্সিতে। এছাড়া বার্সার জার্সিতে লা লিগা জিতেছেন দশবার। সাতবার করে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে লিগ ওয়ান আর ট্রফি দেস চ্যাম্পিয়ন জিতেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে জিতলেন গোল্ডেন বলের পুরস্কার। ২০১৪ ও ২০২২-এই দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গতকাল প্যারিসে জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন মেসি।
মেসির যত শিরোপা
আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপ: ২০২২
কোপা আমেরিকা: ২০২১
কনমেবল উয়েফা কাপ চ্যাম্পিয়নস: ২০২২
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০
ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ: ২০০৫
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩
গ্রীষ্মকালীন অলিম্পিক: ২০০৮
বার্সেলোনা
লা-লিগা: ২০০৪-০৫,২০০৫-০৬, ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১২-১৩, ২০১৪-১৫,২০১৫-১৬, ২০১৭-১৮,২০১৮-১৯
কোপা দেল রে: ২০০৮-০৯,২০১১-১২, ২০১৪-১৫,২০১৫-১৬, ২০১৬-১৭,২০১৭-১৮, ২০২০-২১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ২০০৫-০৬,২০০৮-০৯, ২০১০-১১,২০১৪-১৫
ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০০৯,২০১১, ২০১৫
স্প্যানিশ সুপার কাপ: ২০০৬,২০০৯, ২০১০,২০১১, ২০১৩,২০১৬, ২০১৮
প্যারিস সেইন্ট জার্মেই
লিগ ওয়ান: ২০২১-২২
ট্রফি দেস চ্যাম্পিয়ন: ২০২২
ব্যক্তিগত অর্জন
ব্যালন ডি’অর: ২০০৯,২০১০, ২০১১,২০১২, ২০১৫,২০১৯, ২০২১
ফিফার বিশ্ব বর্ষসেরা খেলোয়াড়: ২০০৯
ফিফা দ্য বেস্ট: ২০১৯,২০২২
ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল: ২০১৪,২০২২
ফিফা বিশ্বকাপ সিলভার বুট: ২০২২
ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল: ২০০৯,২০১১
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ গোল্ডেন বল: ২০০৫
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ গোল্ডেন বুট: ২০০৫
কোপা আমেরিকা সেরা খেলোয়াড়: ২০১৫,২০২১
কোপা আমেরিকা সর্বোচ্চ গোলদাতা: ২০২১
লা-লিগা সেরা খেলোয়াড়: ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১১-১২, ২০১২-১৩,২০১৪-১৫
পিচিচি ট্রফি: ২০০৯-১০,২০১১-১২, ২০১২-১৩,২০১৬-১৭, ২০১৭-১৮,২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১
আর্জেন্টিনার বর্ষসেরা খেলোয়াড়: ২০০৫,২০০৭, ২০০৮,২০০৯, ২০১০,২০১১, ২০১২,২০১৩, ২০১৫,২০১৬, ২০১৭ ২০১৯,২০২০, ২০২১,২০২২
লরিয়াস বিশ্ব সেরা খেলোয়াড়: ২০১৯
ইউরোপিয়ান গোল্ডেন শ্যু: ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১১-১২, ২০১২-১৩,২০১৪-১৫
শিরোপা যেন লিওনেল মেসির স্পর্শ পেতে চায় বারবার। প্রতি বছরই শিরোপা জিতে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কোনোটা দলীয় অর্জন, আবার কোনোটা ব্যক্তিগত।
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে মেসির ক্যাবিনেটে যে কত শিরোপা জমা হয়েছে, তা হয়তো তিনি নিজেও গুণে শেষ করতে পারবেন না।
আর্জেন্টিনার জার্সিতে সেরা সাফল্য মেসি পেয়েছেন গত বছর। কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছেন তিনি। এছাড়া আরও দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। একই বছর ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছিলেন মেসি। তার আগে ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের হয়ে এই তিনটি শিরোপা মেসি জিতেছিলেন কোচ লিওনেল স্কালোনির অধীনে।
ক্লাব ফুটবলে চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। চারবারই জিতেছেন বার্সেলোনার জার্সিতে। এছাড়া বার্সার জার্সিতে লা লিগা জিতেছেন দশবার। সাতবার করে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে লিগ ওয়ান আর ট্রফি দেস চ্যাম্পিয়ন জিতেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে জিতলেন গোল্ডেন বলের পুরস্কার। ২০১৪ ও ২০২২-এই দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গতকাল প্যারিসে জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন মেসি।
মেসির যত শিরোপা
আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপ: ২০২২
কোপা আমেরিকা: ২০২১
কনমেবল উয়েফা কাপ চ্যাম্পিয়নস: ২০২২
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০
ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ: ২০০৫
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩
গ্রীষ্মকালীন অলিম্পিক: ২০০৮
বার্সেলোনা
লা-লিগা: ২০০৪-০৫,২০০৫-০৬, ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১২-১৩, ২০১৪-১৫,২০১৫-১৬, ২০১৭-১৮,২০১৮-১৯
কোপা দেল রে: ২০০৮-০৯,২০১১-১২, ২০১৪-১৫,২০১৫-১৬, ২০১৬-১৭,২০১৭-১৮, ২০২০-২১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ২০০৫-০৬,২০০৮-০৯, ২০১০-১১,২০১৪-১৫
ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০০৯,২০১১, ২০১৫
স্প্যানিশ সুপার কাপ: ২০০৬,২০০৯, ২০১০,২০১১, ২০১৩,২০১৬, ২০১৮
প্যারিস সেইন্ট জার্মেই
লিগ ওয়ান: ২০২১-২২
ট্রফি দেস চ্যাম্পিয়ন: ২০২২
ব্যক্তিগত অর্জন
ব্যালন ডি’অর: ২০০৯,২০১০, ২০১১,২০১২, ২০১৫,২০১৯, ২০২১
ফিফার বিশ্ব বর্ষসেরা খেলোয়াড়: ২০০৯
ফিফা দ্য বেস্ট: ২০১৯,২০২২
ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল: ২০১৪,২০২২
ফিফা বিশ্বকাপ সিলভার বুট: ২০২২
ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল: ২০০৯,২০১১
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ গোল্ডেন বল: ২০০৫
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ গোল্ডেন বুট: ২০০৫
কোপা আমেরিকা সেরা খেলোয়াড়: ২০১৫,২০২১
কোপা আমেরিকা সর্বোচ্চ গোলদাতা: ২০২১
লা-লিগা সেরা খেলোয়াড়: ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১১-১২, ২০১২-১৩,২০১৪-১৫
পিচিচি ট্রফি: ২০০৯-১০,২০১১-১২, ২০১২-১৩,২০১৬-১৭, ২০১৭-১৮,২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১
আর্জেন্টিনার বর্ষসেরা খেলোয়াড়: ২০০৫,২০০৭, ২০০৮,২০০৯, ২০১০,২০১১, ২০১২,২০১৩, ২০১৫,২০১৬, ২০১৭ ২০১৯,২০২০, ২০২১,২০২২
লরিয়াস বিশ্ব সেরা খেলোয়াড়: ২০১৯
ইউরোপিয়ান গোল্ডেন শ্যু: ২০০৮-০৯,২০০৯-১০, ২০১০-১১,২০১১-১২, ২০১২-১৩,২০১৪-১৫
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১৫ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে