পিএসজির লক্ষ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা, দুবাইয়ে মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্যেই প্রতি মৌসুমে একের পর এক তারকাকে দলে ভিড়িয়ে আসছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু এখনো ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ফরাসি জায়ান্টদের। তাতেও ক্ষান্তি দেননি ক্লাবটির মালিকেরা। এই মৌসুমে তো লিওনেল মেসিকে দলে টেনেছে ক্লাবটি। 

গত মৌসুমে সেমিফাইনালে ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন ভঙ্গ হয় পিএসজির। এবারের মৌসুমে শেষ ষোলোয় আছে তারা। গত পরশু হয়ে যাওয়া শেষ ষোলোর ড্রয়ে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরিসিও পচেত্তিনোর দল। এবারও যে লক্ষ্য পূরণে কঠিন পথ পাড়ি দিতে হবে, জানেন মেসি। সেই কঠিন পথে প্রথম বাধা রিয়ালের মতো কঠিন প্রতিপক্ষ। 

মৌসুমের বিরতিতে দুবাইয়ে এসে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য নিয়ে কথা বলেছেন মেসি। দুবাই এক্সপো-২০২০ পরিদর্শনে এসে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘পিএসজির লক্ষ্যই হলো চ্যাম্পিয়নস লিগ জেতা। দলের সব খেলোয়াড়েরও অভিন্ন লক্ষ্য। আগে শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল দলটি। সব খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা এটি জিততে চেষ্টা করব।’ 

নাটকীয়ভাবে বার্সা ছেড়ে এই মৌসুমে পিএসজিতে আসেন মেসি। প্রসঙ্গটা আবার উঠতেই মেসি জানালেন, ‘এটা অনেক বড় একটা পরিবর্তন। একটা জায়গায় অনেক দিন থাকার পর অন্য জায়গায় এসে থাকাটা সহজ নয়। তবে সুন্দর একটি শহরে (প্যারিস) বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে আমরা খুব ভালো করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত