নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাতারের লুসাইলে আর্জেন্টিনার শিরোপা উদযাপন রীতিমতো আইকনিক হয়ে উঠেছে। ক্রিকেট হোক বা ফুটবল সব জায়গাতেই শিরোপা জেতার পর লিওনেল মেসিদের মতো উদযাপন করেন ক্রিকেটাররা। নেপালের মাঠে আজ প্রথম যুব সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার সেই উদযাপনকে মনে করাল বাংলাদেশ।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। শিরোপা নিয়ে উদযাপনের সময় প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ। পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এমন উদযাপন দেখে অনেক ফুটবলপ্রেমী হয়তো ‘টাইমমেশিনে’ চড়ে ২০২২ সালে ফেরত গেছেন। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে ধ্রুপদি ফাইনালে হারিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের তৃতীয় শিরোপাজয়ের পর মেসি ট্রফি হাতে ধীর পায়ে মঞ্চে উঠে সতীর্থদের সঙ্গে শিরোপাজয়ের উল্লাসে মেতেছিলেন।
কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চতুর্থবারের চেষ্টায় এবার শিরোপাখরা ঘুচিয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে নেপালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৭ ও ২০১৯ দুইবারই অনূর্ধ্ব-১৮ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশকে কাঁদিয়েছিল নেপাল ও ভারত।
মেসিদের মতো শিরোপা জয়ের উদযাপন ২০২৩ সালে অনুকরণ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দু্বাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। আর্জেন্টিনার মতো উদযাপন দেখা গেছে ২০২৪ আইপিএলেও। এ বছরের ২৬ মে আইপিএল ফাইনাল শেষে শিরোপা জয়ের পর মেসিদের মতো উদযাপন করে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন কলকাতা ঘোচায় ১০ বছরের আক্ষেপ
কাতারের লুসাইলে আর্জেন্টিনার শিরোপা উদযাপন রীতিমতো আইকনিক হয়ে উঠেছে। ক্রিকেট হোক বা ফুটবল সব জায়গাতেই শিরোপা জেতার পর লিওনেল মেসিদের মতো উদযাপন করেন ক্রিকেটাররা। নেপালের মাঠে আজ প্রথম যুব সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার সেই উদযাপনকে মনে করাল বাংলাদেশ।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। শিরোপা নিয়ে উদযাপনের সময় প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ। পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এমন উদযাপন দেখে অনেক ফুটবলপ্রেমী হয়তো ‘টাইমমেশিনে’ চড়ে ২০২২ সালে ফেরত গেছেন। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে ধ্রুপদি ফাইনালে হারিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের তৃতীয় শিরোপাজয়ের পর মেসি ট্রফি হাতে ধীর পায়ে মঞ্চে উঠে সতীর্থদের সঙ্গে শিরোপাজয়ের উল্লাসে মেতেছিলেন।
কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চতুর্থবারের চেষ্টায় এবার শিরোপাখরা ঘুচিয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে নেপালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৭ ও ২০১৯ দুইবারই অনূর্ধ্ব-১৮ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশকে কাঁদিয়েছিল নেপাল ও ভারত।
মেসিদের মতো শিরোপা জয়ের উদযাপন ২০২৩ সালে অনুকরণ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দু্বাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। আর্জেন্টিনার মতো উদযাপন দেখা গেছে ২০২৪ আইপিএলেও। এ বছরের ২৬ মে আইপিএল ফাইনাল শেষে শিরোপা জয়ের পর মেসিদের মতো উদযাপন করে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন কলকাতা ঘোচায় ১০ বছরের আক্ষেপ
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৩ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৫ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৫ ঘণ্টা আগে