আফ্রিকান নেশনস কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি মিসর। তবে জয় না পেলেও ৩ ড্রয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। ড্র ভাগ্যে গ্রুপ পর্বের বৈতরণি পার হলেও নকআউট ম্যাচে এই সুযোগ নেই।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে জয়-পরাজয়ে। সেটা বুঝেই জয়ে ফিরতে চায় মিসর। আর এর জন্যই গরু কোরবানি দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। কেননা, জয় না পাওয়ার সঙ্গে আরও অনেক সমস্যায় ভুগছে দলটি। ফ্লাইট দেরির সঙ্গে চোটে জর্জরিত নেশনস কাপের সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নরা।
তাই সৌভাগ্যের আশায় গত বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে গোশত কায়রোর গরিব-দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে মিসর। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এমনটিই জানিয়েছেন দলটির মুখপাত্র মোহাম্মেদ মোরাদ।
মিসরের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও ২০০৮ নেশনস কাপে গরু কোরবানি দিয়েছিল মিসর। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবারও সেই আশায় গরু কোরবানি দিয়েছে মোহাম্মদ সালাহর দল।
এবারও সফল হতে পারবে কি না, তা সময়েই বলে দেবে। তবে কাজটা এবার অনেক কঠিন হতে যাচ্ছে। কেননা, দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় সালাহ চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। চোট পেয়েছেন গোলরক্ষক মোহাম্মদ এল শেনওয়ের ও মিডফিল্ডার ইমাম আসৌরও।
চোটের সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্লাইট জটিলতা। গতকাল আদিবজান থেকে শেষ ষোলোর ম্যাচ খেলার উদ্দেশ্যে সান পেদ্রোয় এক ঘণ্টা দেরিতে পৌঁছায়। এখানেই আগামীকাল কঙ্গোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে তারা। এই সব ঝামেলা থেকে মুক্তি পেতেই গরু কোরবানি দিয়েছে মিসর।
আফ্রিকান নেশনস কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি মিসর। তবে জয় না পেলেও ৩ ড্রয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। ড্র ভাগ্যে গ্রুপ পর্বের বৈতরণি পার হলেও নকআউট ম্যাচে এই সুযোগ নেই।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে জয়-পরাজয়ে। সেটা বুঝেই জয়ে ফিরতে চায় মিসর। আর এর জন্যই গরু কোরবানি দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। কেননা, জয় না পাওয়ার সঙ্গে আরও অনেক সমস্যায় ভুগছে দলটি। ফ্লাইট দেরির সঙ্গে চোটে জর্জরিত নেশনস কাপের সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নরা।
তাই সৌভাগ্যের আশায় গত বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে গোশত কায়রোর গরিব-দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে মিসর। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এমনটিই জানিয়েছেন দলটির মুখপাত্র মোহাম্মেদ মোরাদ।
মিসরের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও ২০০৮ নেশনস কাপে গরু কোরবানি দিয়েছিল মিসর। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবারও সেই আশায় গরু কোরবানি দিয়েছে মোহাম্মদ সালাহর দল।
এবারও সফল হতে পারবে কি না, তা সময়েই বলে দেবে। তবে কাজটা এবার অনেক কঠিন হতে যাচ্ছে। কেননা, দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় সালাহ চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। চোট পেয়েছেন গোলরক্ষক মোহাম্মদ এল শেনওয়ের ও মিডফিল্ডার ইমাম আসৌরও।
চোটের সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্লাইট জটিলতা। গতকাল আদিবজান থেকে শেষ ষোলোর ম্যাচ খেলার উদ্দেশ্যে সান পেদ্রোয় এক ঘণ্টা দেরিতে পৌঁছায়। এখানেই আগামীকাল কঙ্গোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে তারা। এই সব ঝামেলা থেকে মুক্তি পেতেই গরু কোরবানি দিয়েছে মিসর।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩০ মিনিট আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২ ঘণ্টা আগে