ক্রীড়া ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় বসার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ১৩ তম আসর। কিন্তু করোনা মহামারিতে ভেস্তে যায় সব পরিকল্পনা। ‘দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ’ খ্যাত আসরটি পেছানো হয় এক বছর।
শেষমেশ সাফের সেই আসর বসতে চলেছে মালদ্বীপে। আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর শীর্ষ দুই দলের লড়াই দিয়ে শেষ হবে এই ফুটবল টুর্নামেন্ট। সব কটি ম্যাচ হবে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে।
এবারের আসরে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপসহ পাঁচটি দল। বাকি তিন দল–ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। গত সোমবার ছিল দলগুলোর নিবন্ধনের শেষ দিন। পাকিস্তান ও ভুটান নিবন্ধন না করায় তাদের বাদ দিয়েই সূচি সাজিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
১ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ওই দিন রাতে জামাল ভূঁইয়া–তপু বর্মণদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর আগে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। জেমি ডের দলের বাকি তিন ম্যাচ ৩,৬ ও ১১ অক্টোবর।
পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ায় প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল। ২০০৩ সালে প্রথমবার আয়োজক হয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সাফে এখন পর্যন্ত সেটিই লাল–সবুজের প্রতিনিধিদের সেরা সাফল্য।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১–এর সূচি
দল: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা
ভেন্যু: জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে
১ অক্টোবর
মালদ্বীপ–নেপাল বিকেল ৫টা
বাংলাদেশ–শ্রীলঙ্কা রাত ১০টা
৩ অক্টোবর
বাংলাদেশ–ভারত বিকেল ৫টা
শ্রীলঙ্কা–নেপাল রাত ১০টা
৬ অক্টোবর
ভারত–শ্রীলঙ্কা বিকেল ৫টা
মালদ্বীপ–বাংলাদেশ রাত ১০টা
৮ অক্টোবর
মালদ্বীপ–শ্রীলঙ্কা বিকেল ৫টা
ভারত–নেপাল রাত ১০টা
১১ অক্টোবর
বাংলাদেশ–নেপাল বিকেল ৫টা
মালদ্বীপ–ভারত রাত ১০টা
১৩ অক্টোবর
ফাইনাল রাত ৯টা
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় বসার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ১৩ তম আসর। কিন্তু করোনা মহামারিতে ভেস্তে যায় সব পরিকল্পনা। ‘দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ’ খ্যাত আসরটি পেছানো হয় এক বছর।
শেষমেশ সাফের সেই আসর বসতে চলেছে মালদ্বীপে। আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর শীর্ষ দুই দলের লড়াই দিয়ে শেষ হবে এই ফুটবল টুর্নামেন্ট। সব কটি ম্যাচ হবে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে।
এবারের আসরে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপসহ পাঁচটি দল। বাকি তিন দল–ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। গত সোমবার ছিল দলগুলোর নিবন্ধনের শেষ দিন। পাকিস্তান ও ভুটান নিবন্ধন না করায় তাদের বাদ দিয়েই সূচি সাজিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
১ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ওই দিন রাতে জামাল ভূঁইয়া–তপু বর্মণদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর আগে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। জেমি ডের দলের বাকি তিন ম্যাচ ৩,৬ ও ১১ অক্টোবর।
পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ায় প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল। ২০০৩ সালে প্রথমবার আয়োজক হয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সাফে এখন পর্যন্ত সেটিই লাল–সবুজের প্রতিনিধিদের সেরা সাফল্য।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১–এর সূচি
দল: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা
ভেন্যু: জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে
১ অক্টোবর
মালদ্বীপ–নেপাল বিকেল ৫টা
বাংলাদেশ–শ্রীলঙ্কা রাত ১০টা
৩ অক্টোবর
বাংলাদেশ–ভারত বিকেল ৫টা
শ্রীলঙ্কা–নেপাল রাত ১০টা
৬ অক্টোবর
ভারত–শ্রীলঙ্কা বিকেল ৫টা
মালদ্বীপ–বাংলাদেশ রাত ১০টা
৮ অক্টোবর
মালদ্বীপ–শ্রীলঙ্কা বিকেল ৫টা
ভারত–নেপাল রাত ১০টা
১১ অক্টোবর
বাংলাদেশ–নেপাল বিকেল ৫টা
মালদ্বীপ–ভারত রাত ১০টা
১৩ অক্টোবর
ফাইনাল রাত ৯টা
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৯ ঘণ্টা আগে