ক্রীড়া ডেস্ক
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১৪ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে