ক্রীড়া ডেস্ক
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৩ ঘণ্টা আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
৫ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
৫ ঘণ্টা আগে