মার্চে হার্ট অ্যাটাকের পর জুলাইয়ে মিশরীয় ফুটবলারের মৃত্যু, সালাহর শোক 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৩: ৩৫
Thumbnail image

মৃত্যু যে কখন কার দরজায় কড়া নাড়বে, তা আগে থেকে অনুমান করা কঠিন। বয়স, সময় কোনো কিছুই হিসেব যে করে না মৃত্যু। মিশরের ফুটবলার আহমেদ রেফাত মারা গেলেন ৩১ বছর বয়সে। তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন মোহামেদ সালাহ। 

রেফাত গতকাল মারা গেছেন বলে নিশ্চিত করেছে তাঁর ক্লাব মডার্ন স্পোর্ট। এক বিবৃতিতে মডার্ন স্পোর্ট ক্লাবটি লিখেছে, ‘মডার্ন ফিউচার এফসি আহমেদ রেফাতের মৃত্যুর কথা জানিয়েছে। ২০২৪ এর ১১ মার্চ যখন স্বাস্থ্যজনিত সমস্যায় তিনি পড়েন, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক যন্ত্রণা ভোগের পর তিনি মারা গেছেন।’ মাত্র ৩১ বছর বয়সে রেফাতের জীবনপ্রদীপ নিভে যাওয়ার পর তাঁর (রেফাত) ছবি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন সালাহ। সালাহ ক্যাপশন দিয়েছেন, ‘সৃষ্টিকর্তা যেন তার পরিবার ও প্রিয়জনদের শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’ 

আলেক্সান্দ্রিয়া স্টেডিয়ামে এ বছরের ১১ মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ আলেক্সান্দ্রিয়া ও মডার্ন ফিউচার। ৮৮ মিনিটে মাঠেই হার্ট অ্যাটাকের পর রেফাতকে নেওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ৯ দিন ছিলেন কোমায়। হৃদপিন্ডে পেসমেকার বসানোর এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পান মিশরের এই ফরোয়ার্ড। বাড়িতেই এরপর চিকিৎসা নিতে থাকেন তিনি। এরপর তো তাঁর মাঠে ফেরার আগেই নিভে গেল জীবনপ্রদীপ। 

ক্লাব, আন্তর্জাতিক ফুটবল—দুই জায়গাতেই ২০১৩ থেকে রেফাতের ক্যারিয়ার শুরু হয়। এনপি মডার্ন ফিউচার, এল মাসরি, জামালেক, আল ইত্তিহাদ আলেক্সান্দ্রিয়া, আল ওহেদা—৬টি ক্লাবের হয়ে খেলেন তিনি। ২১১ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে করেন ৪৬ গোল। অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। মিশরের জার্সিতে রেফাত খেলেছেন ৭ ম্যাচ। করেছেন ২ গোল ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত