আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’
সকাল থেকেই বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী ঝড়। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ সেকেন্ড আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে