ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে হলে লিভারপুলকে শুধু জিতলেই হতো না। জয়ের ব্যবধানটা দরকার ছিল ৩-এর বেশি। মোহাম্মদ সালাহর গোলে গত রাতে জিতলেও তা অলরেডদের জন্য যথেষ্ট ছিল না। অলরেডদের কাঁদিয়ে সেমিতে উঠে গেল আতালান্তা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তাই কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
গিউইস স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে লিভারপুল ও আতালান্তা। ৭ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় লেগে ১-০ গোলে লিভারপুল জিতেছে ঠিকই। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে আতালান্তা। অ্যানফিল্ডে প্রথম লেগে গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। ক্লপের আক্ষেপ প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। যদিও তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচে (দ্বিতীয় লেগে) ঘুরে দাঁড়াবে তাঁর দল লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে গত রাতে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আজ রাতে হারিনি। হেরেছি ঘরের মাঠে গত সপ্তাহে। আতালান্তাকে অভিনন্দন জানানো খুব সহজ। এটা তাদের প্রাপ্য। এভাবে ৩-১ ব্যবধানে জিতে যখন আমাদের বিপক্ষে জিতবেন, জয়টা আপনাদেরই প্রাপ্য।’
আতালান্তার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলে লিভারপুল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে লিভারপুল। লক্ষ্য বরাবর ৫ শটের কেবল একটিই গোলে পরিণত করতে পারে অলরেডরা। সেমিফাইনালে উঠতে যে লিভারপুল হোঁচট খেয়েছে, এই ডেটাতেই তা স্পষ্ট।
সালাহ নিজেই ৩৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। কোডি গাকপোর থ্রু বল থেকে পাস রিসিভ করে সালাহ বা পাঁয়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘স্ট্রাইকাররা এভাবেই খেলে। আমাদের ও তাকে এভাবেই যেতে হবে। সে দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন। মো (সালাহ) যে এর আগে কখনো সুযোগ হাতছাড়া করেনি, তা নয়। এটা খেলারই অংশ। পেনাল্টিটা অসাধারণ ছিল। পরবর্তী সুযোগটা দুর্ভাগ্যজনক। তবে এটা প্রথমবার ঘটেনি, যেখানে এমন সুযোগ সে হাতছাড়া করেছে। এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’
আরও পড়ুন:
ইউরোপা লিগের সেমিফাইনালে যেতে হলে লিভারপুলকে শুধু জিতলেই হতো না। জয়ের ব্যবধানটা দরকার ছিল ৩-এর বেশি। মোহাম্মদ সালাহর গোলে গত রাতে জিতলেও তা অলরেডদের জন্য যথেষ্ট ছিল না। অলরেডদের কাঁদিয়ে সেমিতে উঠে গেল আতালান্তা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের তাই কণ্ঠে ঝরেছে আক্ষেপ।
গিউইস স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে লিভারপুল ও আতালান্তা। ৭ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় লেগে ১-০ গোলে লিভারপুল জিতেছে ঠিকই। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে আতালান্তা। অ্যানফিল্ডে প্রথম লেগে গত সপ্তাহে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। ক্লপের আক্ষেপ প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। যদিও তিনি আশাবাদী ছিলেন এই ম্যাচে (দ্বিতীয় লেগে) ঘুরে দাঁড়াবে তাঁর দল লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচ শেষে গত রাতে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আজ রাতে হারিনি। হেরেছি ঘরের মাঠে গত সপ্তাহে। আতালান্তাকে অভিনন্দন জানানো খুব সহজ। এটা তাদের প্রাপ্য। এভাবে ৩-১ ব্যবধানে জিতে যখন আমাদের বিপক্ষে জিতবেন, জয়টা আপনাদেরই প্রাপ্য।’
আতালান্তার বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলে লিভারপুল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে লিভারপুল। লক্ষ্য বরাবর ৫ শটের কেবল একটিই গোলে পরিণত করতে পারে অলরেডরা। সেমিফাইনালে উঠতে যে লিভারপুল হোঁচট খেয়েছে, এই ডেটাতেই তা স্পষ্ট।
সালাহ নিজেই ৩৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। কোডি গাকপোর থ্রু বল থেকে পাস রিসিভ করে সালাহ বা পাঁয়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে সালাহকে নিয়ে চিন্তিত নন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘স্ট্রাইকাররা এভাবেই খেলে। আমাদের ও তাকে এভাবেই যেতে হবে। সে দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন। মো (সালাহ) যে এর আগে কখনো সুযোগ হাতছাড়া করেনি, তা নয়। এটা খেলারই অংশ। পেনাল্টিটা অসাধারণ ছিল। পরবর্তী সুযোগটা দুর্ভাগ্যজনক। তবে এটা প্রথমবার ঘটেনি, যেখানে এমন সুযোগ সে হাতছাড়া করেছে। এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে