মোহামেডান নয়, দেশের ফুটবলের জয় দেখছেন আলফাজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২৩, ১৩: ৫৩
Thumbnail image

খেলোয়াড় হিসেবে অনেক ফাইনাল খেলেছেন আলফাজ আহমেদ। অনেকবার চ্যাম্পিয়নও হয়েছেন বাংলাদেশের সাবেক ফরোয়ার্ড। ফেডারেশন কাপও জিতেছেন তিনি। তবে এবার অন্যরকম এক ফাইনালের সাক্ষী হয়েছেন। কোচ হিসেবে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের ফাইনালের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। 

ফেডারেশন কাপের ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে নিজের কাজটা শেষ করেননি আলফাজ। সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জিতিয়েছেন শিরোপাও। আর নিজে জিতলেন কোচ হিসেবে প্রথম শিরোপা। খেলোয়াড় ও কোচ হিসেবে ফেডারেশন কাপ জয়কে স্মরণীয় বলেছেন তিনি। সঙ্গে মোহামেডানের এই জয়কে বাংলাদেশ ফুটবলের জয় মনে করছেন তিনি।

ম্যাচ শেষে আলফাজ বলেছেন, ‘এর আগেও আবাহনীর বিপক্ষে এমন ফাইনাল মোহামেডান খেলেছে, আমি নিজেও সেই ম্যাচে খেলেছি, কিন্তু সেই ম্যাচকে এগিয়ে রাখব না। বাংলাদেশের ফুটবলে মোহামেডান-আবাহনীর লড়াই…এই ম্যাচের জয়ে মোহামেডানের জয় হয়নি, জয় হয়েছে বাংলাদেশের ফুটবলের। অবশ্যই এটা আমার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলাম, কোচ হিসেবে চ্যাম্পিয়ন হলাম। স্মৃতিকথা হয়ে থাকবে।’ 

নিজের প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন আলফাজ। তিনি বলেছেন, ‘খেলোয়াড়েরা যে পরিমাণ নিবেদিত ছিল, সুলেমান দিয়াবাতের পারফরম্যান্স অসাধারণ, মুজাফ্ফরভের হাত ভেঙে গেলেও সে দলের জন্য খেলেছে, আসলে আমি বলব এই প্রশংসার দাবিদার খেলোয়াড়রা। তারা সবটুকু উজাড় করে দিয়ে মোহামেডানের জন্য খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে।’ 

কুমিল্লায় নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৪-৪ গোলে ঢাকা আবাহনী-মোহামেডানের ম্যাচ ড্র হয়। রোমাঞ্চকর এমন ম্যাচের শেষটা হয় টাইব্রেকারে। পরে ৪-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহামেডান। এতে করে ২০১৪ সালের স্বাধীনতা কাপের পর প্রথম শিরোপা জিতল সাদা-কালোরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত