ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বেড়েই চলেছে নেইমার। কোপা আমেরিকার পর আবার যে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খেলতে নামছে, সেখানেও জায়গা হয়নি তাঁর। তারকা নেইমারে জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন ‘নতুন মেসি।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল গত রাতে ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নেইমারকে নেননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কারণ গত বছর তিনি যে লিগামেন্টের চোটে আক্রান্ত হয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বাছাইপর্বের দলে চমক ‘নতুন মেসি’ তকমা পাওয়া স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ান। উইলিয়ানের বয়স মাত্র ১৭ বছর হলেও ম্যাচের মোমেন্টাম কোন দিকে যাচ্ছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। দারুণ ড্রিবলিং করতে পারেন বলে অনেকে তাঁকে ‘মেসিনিও’ ডাকেন, যেটার অর্থ ছোট মেসি।
উইলিয়ানের পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। পেদ্রো, উইলিয়ানের পাশাপাশি আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনড্রিক। দলে ফিরেছেন গোলরক্ষক এদেরসন। যিনি চোটে পড়ায় খেলতে পারেননি ২০২৪ কোপা আমেরিকায়। এদেরসনের পাশাপাশি বাছাইপর্বের দলে বাকি দুই গোলরক্ষক হলেন অ্যালিসন বেকার ও বেন্তো।
যুক্তরাষ্ট্রে আয়োজিত সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেলেকাওরা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচ খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। কুরিতিবার কুতো পেরেইরা স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ব্রাজিল-ইকুয়েডর। ১১ সেপ্টেম্বর আসুনসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ছয় নম্বরে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে ৬ দল। সাত নম্বরে থাকা দলকে বিশ্বকাপের মূলপর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল
গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)
রক্ষণভাগ
দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।
মাঝমাঠ
আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
আক্রমণভাগ
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বেড়েই চলেছে নেইমার। কোপা আমেরিকার পর আবার যে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খেলতে নামছে, সেখানেও জায়গা হয়নি তাঁর। তারকা নেইমারে জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন ‘নতুন মেসি।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল গত রাতে ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নেইমারকে নেননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কারণ গত বছর তিনি যে লিগামেন্টের চোটে আক্রান্ত হয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বাছাইপর্বের দলে চমক ‘নতুন মেসি’ তকমা পাওয়া স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ান। উইলিয়ানের বয়স মাত্র ১৭ বছর হলেও ম্যাচের মোমেন্টাম কোন দিকে যাচ্ছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। দারুণ ড্রিবলিং করতে পারেন বলে অনেকে তাঁকে ‘মেসিনিও’ ডাকেন, যেটার অর্থ ছোট মেসি।
উইলিয়ানের পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। পেদ্রো, উইলিয়ানের পাশাপাশি আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনড্রিক। দলে ফিরেছেন গোলরক্ষক এদেরসন। যিনি চোটে পড়ায় খেলতে পারেননি ২০২৪ কোপা আমেরিকায়। এদেরসনের পাশাপাশি বাছাইপর্বের দলে বাকি দুই গোলরক্ষক হলেন অ্যালিসন বেকার ও বেন্তো।
যুক্তরাষ্ট্রে আয়োজিত সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেলেকাওরা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচ খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। কুরিতিবার কুতো পেরেইরা স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ব্রাজিল-ইকুয়েডর। ১১ সেপ্টেম্বর আসুনসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ছয় নম্বরে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে ৬ দল। সাত নম্বরে থাকা দলকে বিশ্বকাপের মূলপর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল
গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)
রক্ষণভাগ
দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।
মাঝমাঠ
আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
আক্রমণভাগ
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
আবারও সেই নেপাল। আবারও সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ২ বছর পর দেখা গেল ইতিহাসের পুনরাবৃত্তিও। এবার বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। নারী সাফে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের বাংলাদেশ।
৩৪ মিনিট আগেচোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট নেই। এমন পরিস্থিতির কথা বললে অনেকে চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলে দেবেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মারাত্মক ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ‘গেম অ্যাওয়ারনেস’ নিয়ে প্রশ্ন এখন মুশতাক আহমেদেরও।
১ ঘণ্টা আগেনারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।
৩ ঘণ্টা আগেসফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হ
৩ ঘণ্টা আগে