ক্রীড়া ডেস্ক
মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি।
ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে।
সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।
মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি।
ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে।
সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৪ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪২ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে