Ajker Patrika

ম্যানচেস্টারের ‘সেভেন আপের’ রাতে ৩৪ শটের টাইব্রেকার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২০
ম্যানচেস্টারের ‘সেভেন আপের’ রাতে ৩৪ শটের টাইব্রেকার 

চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। 

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে। 

ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে। 

রুদ্ধশ্বাস টাইব্রেকার শেষে ফুলহামের বিপক্ষে জয়ের হাসি প্রেস্টনের।  ছবি: সংগৃহীতপ্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত