চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।
চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।
সকাল থেকেই বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী ঝড়। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ সেকেন্ড আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে