ক্রীড়া ডেস্ক
ইন্টার মিলানকে হারিয়ে গত বছর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এক বছর পর যেন ইস্তাম্বুলের সেই ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আজ রাতে। নিজেদের মাঠ ইতিহাদে সিরি আ চ্যাম্পিয়ন নেরাজ্জুরিদের আতিথেয়তা দেবে প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী সিটি। নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরুতেই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই ইউরোপীয় জায়ান্টকে।
ম্যাচ ডের দ্বিতীয় দিনে গত মৌসুমের লা লিগায় চমক দেখানো জিরোনার মুখোমুখি হবে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি। মাঠে নামবে গত চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডও। ইউরোপের ক্লাব ফুটবলের লড়াইকে এবার দেখা যাবে ভিন্নরূপে। বেড়েছে দলের সংখ্যা। পরিবর্তন এসেছে গ্রুপ পর্বেও। নতুন রূপের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছে গত রাত থেকে।
৪ দল বেড়ে ৩৬ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি দল ভিন্ন ৮ দলের সঙ্গে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। আগের গ্রুপ পর্বে ৪ দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলত। সেখান থেকে ২ দল যেত দ্বিতীয় রাউন্ডে। এবার অবশ্য রাউন্ড রবিন লিগে হওয়া গ্রুপ পর্ব থেকে সরাসরি নকআউট পর্বে যেতে পারবে ১ থেকে ৮ নম্বরে থাকা দলগুলো। ৯ থেকে ২৮ নম্বরে থাকা দলগুলো আগামী ফেব্রুয়ারিতে প্লে অফ খেলবে নিজেদের মধ্যে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে ৮ দল।
চ্যাম্পিয়নস লিগের এই নতুনত্ব অনেকের কাছে কৌতুক মনে হচ্ছে। তাঁদের একজন অ্যালিসন বেকার। ব্যস্ত সূচিতে এত ম্যাচ খেলা নিয়ে গতকাল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেন, ‘সমর্থকদের জন্য ভালো। ম্যাচের সংখ্যা অনেক বেড়েছে। খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে, ইউরোপে সেরাদের বিপক্ষে খেলার সুযোগ আপনি পাচ্ছেন। তবে ব্যস্ত সূচিতে ম্যাচ বাড়ানো আমাদের কাছে কৌতুক মনে হচ্ছে।’
সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট তাঁদের খেলায় প্রভাব রাখবে না। জয় দিয়ে নতুনকে বরণ করে নিতে চান তিনি, ‘আমরা প্রথম ম্যাচে জয়ের দিকে তাকিয়ে এবং দ্বিতীয় ম্যাচটাও, এরপর দেখি কী হয়। আধুনিক ফুটবলে আপনাকে বর্তমানকে সামলাতে হবে এবং এটাই সবকিছু।’
ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে গত বছরের ফাইনাল আবার দেখেছেন গার্দিওলা। তবে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে প্রথম জয় তুলে নিতে চান সিটি কোচ, ‘এটা প্রেরণা বা আবেগের নয়, আমার মাথা ঠান্ডা আছে। তারা (ইন্টার) যেভাবে আক্রমণ করে, সেটা সামলানো বেশ কঠিন। ৮ ম্যাচের গ্রুপে এটি প্রথম ম্যাচ। আমরা জানি, কী করতে হবে আমাদের।’
ইন্টার মিলানকে হারিয়ে গত বছর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এক বছর পর যেন ইস্তাম্বুলের সেই ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আজ রাতে। নিজেদের মাঠ ইতিহাদে সিরি আ চ্যাম্পিয়ন নেরাজ্জুরিদের আতিথেয়তা দেবে প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী সিটি। নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরুতেই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই ইউরোপীয় জায়ান্টকে।
ম্যাচ ডের দ্বিতীয় দিনে গত মৌসুমের লা লিগায় চমক দেখানো জিরোনার মুখোমুখি হবে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি। মাঠে নামবে গত চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডও। ইউরোপের ক্লাব ফুটবলের লড়াইকে এবার দেখা যাবে ভিন্নরূপে। বেড়েছে দলের সংখ্যা। পরিবর্তন এসেছে গ্রুপ পর্বেও। নতুন রূপের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছে গত রাত থেকে।
৪ দল বেড়ে ৩৬ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি দল ভিন্ন ৮ দলের সঙ্গে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। আগের গ্রুপ পর্বে ৪ দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলত। সেখান থেকে ২ দল যেত দ্বিতীয় রাউন্ডে। এবার অবশ্য রাউন্ড রবিন লিগে হওয়া গ্রুপ পর্ব থেকে সরাসরি নকআউট পর্বে যেতে পারবে ১ থেকে ৮ নম্বরে থাকা দলগুলো। ৯ থেকে ২৮ নম্বরে থাকা দলগুলো আগামী ফেব্রুয়ারিতে প্লে অফ খেলবে নিজেদের মধ্যে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে ৮ দল।
চ্যাম্পিয়নস লিগের এই নতুনত্ব অনেকের কাছে কৌতুক মনে হচ্ছে। তাঁদের একজন অ্যালিসন বেকার। ব্যস্ত সূচিতে এত ম্যাচ খেলা নিয়ে গতকাল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেন, ‘সমর্থকদের জন্য ভালো। ম্যাচের সংখ্যা অনেক বেড়েছে। খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে, ইউরোপে সেরাদের বিপক্ষে খেলার সুযোগ আপনি পাচ্ছেন। তবে ব্যস্ত সূচিতে ম্যাচ বাড়ানো আমাদের কাছে কৌতুক মনে হচ্ছে।’
সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট তাঁদের খেলায় প্রভাব রাখবে না। জয় দিয়ে নতুনকে বরণ করে নিতে চান তিনি, ‘আমরা প্রথম ম্যাচে জয়ের দিকে তাকিয়ে এবং দ্বিতীয় ম্যাচটাও, এরপর দেখি কী হয়। আধুনিক ফুটবলে আপনাকে বর্তমানকে সামলাতে হবে এবং এটাই সবকিছু।’
ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে গত বছরের ফাইনাল আবার দেখেছেন গার্দিওলা। তবে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে প্রথম জয় তুলে নিতে চান সিটি কোচ, ‘এটা প্রেরণা বা আবেগের নয়, আমার মাথা ঠান্ডা আছে। তারা (ইন্টার) যেভাবে আক্রমণ করে, সেটা সামলানো বেশ কঠিন। ৮ ম্যাচের গ্রুপে এটি প্রথম ম্যাচ। আমরা জানি, কী করতে হবে আমাদের।’
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
৩৬ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৪ ঘণ্টা আগে