ক্রীড়া ডেস্ক
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হয়নি এখনো। এই সময়ে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে শিরোপা দুটির জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। আর গতকাল ৩৩ বছর পর ডেসিয়া এরিনায় সিরি ‘আ’ জিতল দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিরোপাজয়ের আনন্দের মুহূর্তগুলো দেখার সৌভাগ্য হলো না আর্জেন্টাইন কিংবদন্তির।
১৯৯৩-এর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা শিরোপাখরায় ভুগছিল বছরের পর বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ—সব টুর্নামেন্টেই আর্জেন্টাইনদের ‘তীরে এসে তরি ডোবার গল্প।’ ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা জেতা লিওনেল মেসির ক্যাবিনেটও খাঁ-খাঁ করছিল আকাশি-নীলদের জার্সিতে একটি শিরোপার জন্য। অবশেষে ২০২১-এর ১০ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতো আর্জেন্টিনারও শিরোপা অপেক্ষার অবসান হয়। ২৮ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। এই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমাও জেতেন মেসিরা। ওয়েম্বলির সেই ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। লুসাইলে সেই ধ্রুপদী ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় আকাশি-নীলরা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ ১৯৮৬ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।
মারাকানা, ওয়েম্বলি, লুসাইলের পর এবারের ভেন্যু ডেসিয়া এরিনা। উদিনেসের বিপক্ষে ড্র অথবা জিতলেই সিরি-‘আ’ শিরোপা নিশ্চিত নাপোলির। গতকাল ডেসিয়া এরিনায় উদিনেস-নাপোলি ড্র হয় ১-১ গোলে। ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। ৩৩ বছর পর স্কুদেত্তো জয় করে নেপোলিটানরা। ম্যারাডোনার হাত ধরেই ১৯৯০ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি।
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হয়নি এখনো। এই সময়ে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে শিরোপা দুটির জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। আর গতকাল ৩৩ বছর পর ডেসিয়া এরিনায় সিরি ‘আ’ জিতল দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিরোপাজয়ের আনন্দের মুহূর্তগুলো দেখার সৌভাগ্য হলো না আর্জেন্টাইন কিংবদন্তির।
১৯৯৩-এর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা শিরোপাখরায় ভুগছিল বছরের পর বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ—সব টুর্নামেন্টেই আর্জেন্টাইনদের ‘তীরে এসে তরি ডোবার গল্প।’ ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা জেতা লিওনেল মেসির ক্যাবিনেটও খাঁ-খাঁ করছিল আকাশি-নীলদের জার্সিতে একটি শিরোপার জন্য। অবশেষে ২০২১-এর ১০ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতো আর্জেন্টিনারও শিরোপা অপেক্ষার অবসান হয়। ২৮ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। এই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমাও জেতেন মেসিরা। ওয়েম্বলির সেই ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। লুসাইলে সেই ধ্রুপদী ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় আকাশি-নীলরা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ ১৯৮৬ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।
মারাকানা, ওয়েম্বলি, লুসাইলের পর এবারের ভেন্যু ডেসিয়া এরিনা। উদিনেসের বিপক্ষে ড্র অথবা জিতলেই সিরি-‘আ’ শিরোপা নিশ্চিত নাপোলির। গতকাল ডেসিয়া এরিনায় উদিনেস-নাপোলি ড্র হয় ১-১ গোলে। ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। ৩৩ বছর পর স্কুদেত্তো জয় করে নেপোলিটানরা। ম্যারাডোনার হাত ধরেই ১৯৯০ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৩ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে