Ajker Patrika

বার্সার একের পর এক হারে ‘ব্রেক’ চাইছেন কোচ

ক্রীড়া ডেস্ক    
আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ছবি: এএফপি
আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ছবি: এএফপি

হঠাৎই খেই হারাল বার্সেলোনা। সেটাও নিজেদের চেনা কন্ডিশনে। ঘরের মাঠ এস্তালিও লুই অলিম্পিক স্টেডিয়ামে টানা দুই ম্যাচ হারল কাতালানরা। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই হতাশ দলটির কোচ হ্যান্সি ফ্লিক।

এস্তাদিও অলিম্পিকো লুইস কোম্পানি স্টেডিয়ামে বার্সেলোনা এবারও হেরেছে লা লিগায়। কাতালানদের গত রাতে প্রতিপক্ষ ছিল আতলেতিকো মাদ্রিদ। লা লিগার ম্যাচটিতে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘বিরতি এসেছে। আমার মতে সবারই বিরতি দরকার। বিরতি শেষে অনুশীলন করব এবং দেখাব কতটা শক্তিশালী হয়ে ফিরতে পারি।’

বার্সেলোনা অবশ্য বিরতি পাচ্ছে। প্রতিযোগিতামূলক ফুটবলে এই মাসে তাদের আর কোনো খেলা নেই। নতুন বছরের ৪ জানুয়ারি বারবাস্ত্রোর বিপক্ষে খেলবে কাতালানরা। কোপা দেল রের শেষ ৩২-এর বারবাস্ত্রো-বার্সা ম্যাচটি হবে এস্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে। নিজেদের মাঠে গত রাতে হারের পর ফ্লিক বলেন, ‘এই হারে (আতলেতিকো মাদ্রিদের কাছে হার) আমরা সবাই হতাশ। কারণ, আমরা দারুণ খেলেছি। এখন আমরা বড়দিন উদযাপন করব। ২৯ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করব।’

এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে গত রাতে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। ৩০ মিনিটে গাভির অ্যাসিস্টে ডান পায়ের শটে বার্সাকে এগিয়ে নেন পেদ্রি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা আতলেতিকো সমতায় ফেরে ৬০ মিনিটে। সমতাসূচক গোল করেন দলটির মিডফিল্ডার রদ্রিগো দি পল। ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়া তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে আতলেতিকোর জয়সূচক গোল করেন আলেক্সান্ডার সোরলথ।

ম্যাচে অবশ্য বার্সেলোনার দাপট বেশি ছিল। ৬৩ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। আতলেতিকোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলার পরেও এমন হার নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, তা সত্যিই অবিশ্বাস্য। আমি আমার দলকে এমনই দেখতে চাই। আমি গর্বিত। একই সঙ্গে এটাও বোঝা গেল যে আতলেতিকো অভিজ্ঞ দল। তারা এমন কিছুর জন্যই অপেক্ষা করছে। তাদের কাছে এটা যথেষ্ট।’

লেগানেসের বিপক্ষে লা লিগায় গত ১৫ ডিসেম্বর ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরের মাঠে সেই হারের রেশ কাটতে না কাটতেই বার্সা গত রাতে আবার যখন হেরে বসল, সেটার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। শীর্ষস্থান খুইয়ে বার্সা এখন ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে। ১৯ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও ৫ পরাজয়ে ৩৮ পয়েন্ট এখন কাতালানদের। শীর্ষে থাকা আতলেতিকো ১৮ ম্যাচ খেলে পেয়েছে ৪১ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত