ভেনেজুয়েলার ফুটবলারদের মারধর ও অপহরণের অভিযোগ পেরুর বিরুদ্ধে 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ২২: ২২
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২২: ৪১

উত্তপ্ত ফুটবল বিশ্ব। গতকাল রিও ডি জেনেইরোর মারাকানায় ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার সমর্থকদের ওপর ব্রাজিলের নিরাপত্তাকর্মীদের লাঠিপেটা নিয়ে সরগরম সবদিকে। একই দিনে কনমেবল অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ঘটে গেছে আরেকটি ন্যক্কারজনক ঘটনা। পিছিয়ে পড়েও লিমায় পেরুর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ভেনেজুয়েলা। বিতর্কিত ম্যাচটির পর কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে দুই দেশ।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, দেশটির ফুটবলারদের পিটিয়েছে পেরুর পুলিশ। এমনকি তাদের অপহরণও করা হয়। এ নিয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জানিয়েছেন, যে বিমানে করে দেশে ফেরার কথা ফুটবলারদের তাতে জ্বালানি ভরার অনুমতি দেওয়া হয়নি। ফুটবলারদের আটকে রেখে স্বেচ্ছাচারিতামূলক কাজ করেছে পেরু। তাঁর মতো অনেকে মনে করছেন, লিমায় স্বাগতিকদের রুখে দেওয়ায় প্রতিশোধ হিসেবে এমন আচরণ পেরুভিয়ানদের।

এ নিয়ে গিল বলেছেন, ‘জ্বালানি ভরতে না দিয়ে খেলোয়াড়দের বহনকারী বিমান আটকে রেখে স্বেচ্ছাচারী কাজ করেছে ভেনেজুয়েলা। লিমায় অসাধারণ ম্যাচ খেলার প্রতিশোধ হিসেবে তারা খেলোয়াড়দের অপহরণের চেষ্টা করেছে।’

অবশেষে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর স্থানীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে উড্ডয়ন করতে পারে ভেনেজুয়েলার রুতাকা বিমান। পুরোপুরি জ্বালানি সরবরাহ সংক্রান্ত সমস্যার প্রশাসনিক কারণে এই বিলম্ব হয়েছে জানায় লিমার হোর্হে শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা। গিল নিশ্চিত করেছেন, পেরু সরকার জ্বালানি সরবরাহের আদেশ দেওয়ার পরে তাদের ফুটবল দল নিরাপদে কারাকাসে ফিরেছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘জেনোফোবিয়ার (বিদেশিদের নিয়ে আতঙ্ক) কারণে পেরুর বর্ণবাদী শাসক আমাদের জাতীয় দলের বিপক্ষে নিন্দনীয় আচরণ করেছে। এ ঘটনায় ভেনেজুয়েলা জেনোফোবিয়া, সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।’

ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে। ভেনেজুয়েলানরা তাদের সমর্থকদের অভিবাদনের জবাব দিতে গেলে লাঠিপেটা শুরু করে পেরুর পুলিশ। এই ঘটনায় আহত ভেনেজুয়েলার ফুটবলার নাহুয়েল ফেরারেসি ডানহাতে ব্যান্ডজ দেখিয়ে বলেন, ‘পেরুভিয়ান পুলিশ আমাকে মেরেছে। এমনটি ঘটা উচিত হয়নি।’ তিনি আরও জানান, আরেক খেলোয়াড় তার জার্সি এক সমর্থককে জার্সি দিতে চেয়েছিলেন। তিনি জার্সিটি ছুড়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। ফেরারেসি বলেছেন, ‘আমি জানি না কী ঘটেছে, পুলিশ তাদের ব্যাটন নিয়ে আমাদের পেটাতে থাকে। তারা আমাকে দুবার মেরেছে।’

ঘটনাস্থলের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, পুলিশরা খেলোয়াড়দের পেটাচ্ছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন। ম্যাচের আগেও পেরুর পুলিশ ভেনেজুয়েলানদের লক্ষ্য করে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে পেরু। একবারও বিশ্বকাপ খেলতে না পারা ভেনেজুয়েলা সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে চারে।

পেরুতে অভিবাসী হিসেবে আছে ১.৫ মিলিয়ন ভেনেজুয়েলান। তবে কী এই দুই দেশের সংকটের চিত্রটায় ফুটবল মাঠে পড়ল!

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত