ক্রীড়া ডেস্ক
চোটের থাবা থেকে যেন মুক্ত হতেই পারছেন না নেইমার। একবার চোট থেকে সেরে ওঠেন তো দ্রুতই আবার আক্রান্ত হচ্ছেন। নতুন ক্লাব আল হিলালে এসে ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি খেলতে না পারলেও দারুণ ছন্দে আছে আল হিলাল।
বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে গোড়ালির চোটে পড়ে অর্ধেক সময় খেলার পরই উঠে যেতে হয় নেইমারকে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিল, আল হিলাল-কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এই ম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেছে আল হিলাল। আল হাজমকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। হ্যাটট্রিক করেছেন ম্যালকম। ৫২,৫৫ ও ৮৫ মিনিটে এসেছে তাঁর তিনটি গোল। ১টি করে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, মোহাম্মদ কান্নো, মোহাম্মদ আল-কাহতানি, সালেহ আলসেহরি, মোহাম্মদ আলবুরাইক ও সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ। যার মধ্যে ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিত্রোভিচ ও ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন মিলিনকোভিচ স্যাভিচ।
৯-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল হিলাল। ১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। শুক্রবার কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। অন্যদিকে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র গোলটি করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে এফসি নাসাজি মাজান্দারানের বিপক্ষে। সৌদি প্রো লিগে করেছেন ৩ অ্যাসিস্ট।
চোটের থাবা থেকে যেন মুক্ত হতেই পারছেন না নেইমার। একবার চোট থেকে সেরে ওঠেন তো দ্রুতই আবার আক্রান্ত হচ্ছেন। নতুন ক্লাব আল হিলালে এসে ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি খেলতে না পারলেও দারুণ ছন্দে আছে আল হিলাল।
বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে গোড়ালির চোটে পড়ে অর্ধেক সময় খেলার পরই উঠে যেতে হয় নেইমারকে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিল, আল হিলাল-কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এই ম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেছে আল হিলাল। আল হাজমকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। হ্যাটট্রিক করেছেন ম্যালকম। ৫২,৫৫ ও ৮৫ মিনিটে এসেছে তাঁর তিনটি গোল। ১টি করে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, মোহাম্মদ কান্নো, মোহাম্মদ আল-কাহতানি, সালেহ আলসেহরি, মোহাম্মদ আলবুরাইক ও সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ। যার মধ্যে ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিত্রোভিচ ও ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন মিলিনকোভিচ স্যাভিচ।
৯-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল হিলাল। ১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। শুক্রবার কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। অন্যদিকে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র গোলটি করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে এফসি নাসাজি মাজান্দারানের বিপক্ষে। সৌদি প্রো লিগে করেছেন ৩ অ্যাসিস্ট।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২৯ মিনিট আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরই পিনপতন নীরবতা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কারণটা ঘরের মাঠে আবারও শিরোপা ভঙ্গের বেদনায়। প্রতিপক্ষ সেই বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার জিতল নারী সাফের শিরোপা।
১ ঘণ্টা আগে২০২১ সালের অক্টোবরে নির্বাচিত বিসিবির পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে বেশির ভাগ পরিচালক এখন অদৃশ্য! আজ বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, ১১জন পরিচালকের পদ বাতিলের বিষয়টি।
২ ঘণ্টা আগে