ক্রীড়া ডেস্ক
তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১১ মিনিট আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগে