ক্রীড়া ডেস্ক
বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪৪ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৪ ঘণ্টা আগে