ক্রীড়া ডেস্ক
অচেনা এক দল শেরিফ তিরাসপোল চ্যাম্পিয়নস লিগে এসে চমকে দিয়েছিল সবাইকে। শাখতার দোনেৎস্কে হারানোর পর সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে হারিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি নকআউটে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ফেলে রিয়াল ও ইন্টারের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের। তবে গতকাল বুধবার রাতে রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ায় থেমে গেল শেরিফের রূপকথা।
শেরিফের হারে গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্ব নিশ্চিত করল রিয়াল ও ইন্টার। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে নামবে রিয়াল ও ইন্টার। ইন্টারের বিপক্ষে জিতলে বা ড্র করলে রিয়ালই শীর্ষে থেকে যাবে। আর হেরে গেলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে ইন্টার।
শেরিফের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় রিয়াল। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন রিয়াল তারকারা। দাপুটে রিয়ালকে ৩০ মিনিটে এগিয়ে দেন ডেভিড আলাভা। প্রথমার্ধের শেষ দিকে ফের দেখা যায় রিয়ালের চমক। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ‘লস ব্লাঙ্কোস’দের।
বিরতির পর ফের আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে রিয়াল। এ সময় একরকম কোণঠাসা হয়ে পড়ে শেরিফ। ব্যবধান ৩-০ করতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৫৫ মিনিটে দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার করিম বেনজেমার গোলে একরকম জয় নিশ্চিত করে ফেলে অতিথিরা। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
একই গ্রুপের অন্য ম্যাচে শাখতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টারও। দ্বিতীয়ার্ধের ২ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় এনে দেন তারকা খেলোয়াড় এডিন জেকো।
ম্যাচের পর শিষ্যদের পারফরম্যান্সে আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের পারফরম্যান্স আসলেই ভালো ছিল। আমরা নিজেদের মান দেখাতে পেরেছি। নকআউটে যেতে পেরে আনন্দিত।’
অচেনা এক দল শেরিফ তিরাসপোল চ্যাম্পিয়নস লিগে এসে চমকে দিয়েছিল সবাইকে। শাখতার দোনেৎস্কে হারানোর পর সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে হারিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি নকআউটে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ফেলে রিয়াল ও ইন্টারের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের। তবে গতকাল বুধবার রাতে রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ায় থেমে গেল শেরিফের রূপকথা।
শেরিফের হারে গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্ব নিশ্চিত করল রিয়াল ও ইন্টার। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে নামবে রিয়াল ও ইন্টার। ইন্টারের বিপক্ষে জিতলে বা ড্র করলে রিয়ালই শীর্ষে থেকে যাবে। আর হেরে গেলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে ইন্টার।
শেরিফের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় রিয়াল। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন রিয়াল তারকারা। দাপুটে রিয়ালকে ৩০ মিনিটে এগিয়ে দেন ডেভিড আলাভা। প্রথমার্ধের শেষ দিকে ফের দেখা যায় রিয়ালের চমক। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ‘লস ব্লাঙ্কোস’দের।
বিরতির পর ফের আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে রিয়াল। এ সময় একরকম কোণঠাসা হয়ে পড়ে শেরিফ। ব্যবধান ৩-০ করতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৫৫ মিনিটে দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার করিম বেনজেমার গোলে একরকম জয় নিশ্চিত করে ফেলে অতিথিরা। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
একই গ্রুপের অন্য ম্যাচে শাখতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টারও। দ্বিতীয়ার্ধের ২ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় এনে দেন তারকা খেলোয়াড় এডিন জেকো।
ম্যাচের পর শিষ্যদের পারফরম্যান্সে আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের পারফরম্যান্স আসলেই ভালো ছিল। আমরা নিজেদের মান দেখাতে পেরেছি। নকআউটে যেতে পেরে আনন্দিত।’
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৪ ঘণ্টা আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
৫ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
৫ ঘণ্টা আগে