ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
১১ মিনিট আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে